কলকাতা: টানা সাত ম্যাচে জয়হীন থাকার পর টানা দু’টি ম্যাচ জিতে যে আশার আলো দেখেছিল ইস্টবেঙ্গল এসসি, সেই আলো আবার কিছুটা ফিকে হয়ে গিয়েছে গত ম্যাচে ওডিশা এফসি-র কাছে হারে। সেই ম্যাচে প্রথমে গোল করেও শেষ পর্যন্ত হার মানতে হয় লাল-হলুদ বাহিনীকে।


শুধু যে হার, তা নয়, সে দিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোড়ালিতে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসী মিডিও মাদি তালাল। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং-ও। মঙ্গলবার যুবভারতীতেই পাঞ্জাবের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে নামবে তারা। লিগ টেবলের পাঁচ নম্বর দলের বিরুদ্ধে মাঝমাঠে কাদের দাঁড় করাবেন কোচ অস্কার ব্রুজোন, তা হয়তো তিনি নিজেই জানেন না।


তালালের চোটের কথা তো আগেই উল্লেখ করা হল। তার আগে সল ক্রেসপোও হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অন্তত সপ্তাহ দুয়েকের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। জিকসন লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না। অর্থাৎ, মাঝমাঠের তিন প্রহরীই নেই। সেক্ষেত্রে শৌভিক চক্রবর্তীর সঙ্গী কে হতে চলেছেন, এটা একটা বড় প্রশ্ন। ওয়াকিবহাল মহলের ধারণা, আনোয়ার আলিকে মাঝমাঠে খেলাতে পারেন ব্রুজোন।


কিন্তু আনোয়ার মাঝমাঠে চলে এলে রক্ষণ সামলাবেন কে? ওই জায়গাটা তো আরও গুরুত্বপূর্ণ। পরপর তিন ম্যাচে গোল অক্ষত রাখা ইস্টবেঙ্গলের রক্ষণে ভরসা দিতে পারবেন স্প্যানিশ হেক্টর ইউস্তে? গত দুই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি ইউস্তে। শোনা যাচ্ছে, এই ম্যাচে খেলতে পারেন তিনি, বলেছেন কোচ ব্রুজোন নিজেই।


ব্রুজোন দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় ম্যাচ থেকে সাত পয়েন্ট এনে দিয়েছেন দলকে। এই সাত পয়েন্টই এখন সম্বল ইস্টবেঙ্গলের। সেরা ছয়ে থেকে লিগ শেষ করতে হলে এখন তাদের টানা কয়েকটি ম্যাচে জিততে হবে। সেই দৌড় শুরু করার আশা জাগিয়েও শেষ পর্যন্ত হোঁচট খায়া লাল-হলুদ বাহিনী।


আসলে পরপর কার্ড সমস্যা ও চোটের কারণে তাদের দলের ভারসাম্যই নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো না হলে দলটা যে ভাবে ক্রমশ সঙ্ঘবদ্ধ হয়ে উঠছিল, তা ইতিবাচক ইঙ্গিত দেয়। কিন্ত ওডিশার কাছে তাদের দুর্ভাগ্যজনক হারে ফের নতুন করে শুরু করতে হবে তাদের। এ জন্য যাদের সাহায্য দরকার, সেই ফরোয়ার্ডদের সবাইও কোচের হাতে নেই। দিমিত্রিয়স দিয়ামান্তাকস পাঞ্জাবের বিরুদ্ধে নামার জন্য কতটা তৈরি, তা এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না কোচ। মাদি তালাল, যিনি নিজে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন, তিনিও চোটের কারণে মাঠের বাইরে। কবে ফিরবেন কেউ জানে না।                                                                                                                                                              তথ্য সংগ্রহ: আইএসএল