কলকাতা: মাঠের বাকি সব জায়গায় তারা ভাল খেলা দেখাতে পারলেও প্রতিপক্ষের বক্সের ভিতরে বা গোলের সামনে মহমেডান অ্যাটাকারদের ব্যর্থতা অবাক করার মতো। এ পর্যন্ত ১০১টি গোলের সুযোগ তৈরি করেছে মহমেডান। কিন্তু গোল করতে পেরেছে মাত্র পাঁচটি থেকে। প্রতিপক্ষের গোলের সামনে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলা তাদের নিয়মে পরিণত হয়েছে।


এই কারণেই মহমেডান এসসি-র রাশিয়ান কোচের এখন প্রধান কাজ দলের খেলোয়াড়দের, বিশেষ করে আক্রমণ বিভাগের খেলোয়াড়দের মানসিক ভাবে শক্তিশালী করে তোলা। ফুটবল দক্ষতার চেয়ে তাঁদের মানসিক শক্তি বাড়ানোর ওপরই জোর দিচ্ছেন তিনি। তার ওপর প্রতিপক্ষ যেখানে গতবারের কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, তখন তো আরওই দৃঢ়তা প্রয়োজন।


শুক্রবার সাংবাদিকদেরও সেই কথাই জানালেন চেরনিশভ। বলেন, ''গোল করার সমস্যা মেটানোর জন্য দলে যারা আছে, তাদেরই উন্নত করে তোলার চেষ্টা করতে হবে। এ ছাড়া কোনও উপায় নেই। ফুটবলারদের মনস্তাত্বিক সমস্যা এটা। আমাদের মানসিক ভাবে আরও দৃঢ় হতে হবে। প্রতিপক্ষের গোলের মুখে চাপ সামলে মাথা ঠাণ্ডা রেখে গোল করতে হবে। সবাইকে এটা বুঝিয়েছি। ভিডিও দেখিয়ে বুঝিয়েছি, অনেক বড় বড় খেলোয়াড়ও মাঝে মাঝে গোল মিস করে। কিন্তু সব সময় গোল মিস করা যাবে না। মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে আমাদের।''


দুই ডিফেন্ডার জোসেফ আজেই ও গৌরব বোরা চোটের জন্য দলের বাইরে। তাঁদের নিয়ে কোচ বলেন, ''এই ম্যাচেও দুই ডিফেন্ডার জোসেফ আজেই ও গৌরব বোরা চোটের জন্য খেলতে পারবে না। তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এটা আমাদের পক্ষে মোটেই ভাল খবর নয়। তবে ফুটবলে এমন হয়েই থাকে। হলুদ কার্ড, চোট-আঘাত সমস্যা হয়ই। এগুলো বলে-কয়ে আসে না। তাই সব সময়ই সেই পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়।''


শুধু দুই ডিফেন্ডার নন, ফরোয়ার্ড সিজার মানজোকিও গত ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত। কোচই সেই খবর দিয়ে বলেন, ''গত ম্যাচে চোট পেয়েছে সিজার। ও একশো শতাংশ তৈরি কি না, তা ম্যাচের আগে জানা যাবে। ফিজিওর আপডেটের অপেক্ষায় থাকতে হবে আমাদের।''


দুই প্রধান ডিফেন্ডারকে ছাড়া মুম্বইয়ের আক্রমণ রোখা যে বেশ কঠিন, তা স্বীকার করে নিয়েছেন চেরনিশভ। তবে পরিবর্ত ডিফেন্ডারদেরও ওপরও আস্থা রাখছেন তিনি। বলেন, ''পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে আমরা কোনও বিদেশী ডিফেন্ডার খেলাতে পারিনি। তবে যারা খেলেছে, তারা যথেষ্ট ভাল খেলেছে। প্রথমার্ধে ওদের কোনও গোল করতে দিইনি আমরা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের।''