গুয়াহাটি: নর্থইস্ট ইউনাইটেড এফসি-র (NorthEast United FC vs Mohammedan SC) মতো সর্বোচ্চ গোলদাতা দলকে একটিও গোল করতে না দিয়ে তাদের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মধ্যে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিতই পাচ্ছেন মহমেডানের (Mohammedan SC) রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov)। শুক্রবার গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা।

গত দুই ম্যাচে আট গোল করা ও সারা লিগে ২৯ গোল করা নর্থইস্ট ইউনাইটেড শুক্রবার নিজেদের ঘরের মাঠে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে বাধ্য হয় মহমেডানের দুর্ভেদ্য রক্ষণের জন্য। চলতি লিগে এই প্রথম গোলশূন্য ড্র করল তারা। যা মহমেডান এসসি-র মতো পয়েন্ট টেবলের একেবারে নীচে থাকা দলের পক্ষে যথেষ্ট কৃতিত্বের। এ দিন মহমেডান এসসি তাদের দীর্ঘদেহী ডিফেন্ডার মহম্মদ ইরশাদকে নর্থইস্টের গোলমেশিন আলাদিন আজারেইয়ের কড়া পাহাড়ায় রেখে নর্থইস্টের আক্রমণের অর্ধেক শক্তি নষ্ট করে দেয়।

দলের এই মরিয়া পারফরম্যান্সের পর খুশি কোচ চেরনিশভ বলেন, "আজ আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা (নর্থইস্ট) প্রতি আক্রমণে অনেক গতিময় এবং ওদের এই স্টাইলে খেলার মতো উপযুক্ত খেলোয়াড়ও রয়েছে। আমরা আমাদের ছেলেদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করি যে, আমাদের কী করতে হবে। ওরা অসাধারণ খেলেছে। আজ আমি বলতে পারব না যে, আমরা খুশি নই। কারণ আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়া মানে বড় ব্যাপার।"

দলের তিন বিদেশি অ্যাটাকারকে ছাড়াই খেলতে নামা মহমেডান এসসি এ দিন শুরু থেকেই বিপক্ষের আক্রমণ আটকানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামে। একশোরও বেশি মিনিট সমান তীব্রতায় লড়াই করে সেই লক্ষ্য পূরণ করে তারা। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে যে বেশ চিন্তায় ছিলেন তিনি, তা স্বীকার করেন সাদা-কালো ব্রিগেডের কোচ।

এই প্রসঙ্গে তিনি বলেন, "গত কয়েকদিন ধরে আমরা খেলোয়াড়দের না থাকা নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি । যেমন (সিজার) মানজোকি, জোসেফ (আজেই) দলে ছিল না, আদিঙ্গা কার্ড সমস্যার কারণে খেলতে পারেনি, (মির্জালল) কাসিমভও হলুদ কার্ডের জন্য খেলতে পারেনি, গৌরব বোরা সদ্য মাঠে ফিরে এসেছে, ফ্রাঙ্কা ওডিশা এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে চোট পেয়েছিল। ও গত কয়েকদিন অনুশীলন করতে পারেনি। তা সত্ত্বেও আজ আমাদের ফুটবলরার চমৎকার খেলেছে।"

আলাদিন আজারেইকে আটকানোর কৌশল প্রসঙ্গে চেরনিশভ বলেন, "ম্যাচের আগে কৌশল তৈরি করা যায়, হয়তো প্রথমার্ধের পরেও। তবে ম্যাচ চলাকালীন অনেক কিছুই বদলে যায়, কারণ মাঠে ঘটে যাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নর্থইস্ট ইউনাইটেড এফসি আক্রমণে আরও খেলোয়াড় নিয়ে আসে এবং স্বাভাবিকভাবেই আমাদেরও আরও খেলোয়াড়কে রক্ষণে আনতে হয়। কারণ, আমরা বুঝতে পারি যে, ড্র করতে পারলেই আমরা খুশি হব। তবু হয়তো একটা ভাল কর্নার বা একটা ভাল প্রতি আক্রমণ আমাদের এই ম্যাচে জেতাতে পারত। কিন্তু এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েই আমরা খুশি।"

যে মহমেডান লিগের শুরুর দিকে ৬০-৭০ মিনিটের বেশি খেলতেই পারত না, তারা এখন ১০০ মিনিট সমান ভাবে লড়াই করছে, মনসংযোগ বজায় রাখতে পারছে। দলের এই উন্নতি নিয়ে চেরনিশভ বলেন, "আমরা কিছু করার চেষ্টা করছি, এই সিজনের দ্বিতীয় ভাগে আরও শক্তিশালী হতে হবে আমাদের। কারণ, প্রতিটি দলের মতো আমরাও আরও শক্তিশালী হতে চাই।"


আরও পড়ুন: মাঠে সাংঘাতিক ঘটনা! হাসপাতালে নিয়ে যাওয়া হল দুই ক্রিকেটারকে


এ জন্য দলে নতুন অভিজ্ঞ ফুটবলারও যে চান, তা জানিয়ে মহমেডান কোচ বলেন, "এ মাসের দলবদলে আমরা এমন অভিজ্ঞ খেলোয়াড় আনতে চাই যারা আমাদের আরও ভাল মানের পারফরম্যান্স দিতে পারে। ম্যানেজমেন্ট এই বিষয়ে কাজ করছে। আমরা তাদের একটি তালিকা দিয়েছি— কোন পজিশনে আমরা কোন খেলোয়াড় চাই, সেরকম কিছু নামও দিয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কাদের পাওয়া যায়।" (সৌ: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: বেহালায় গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, আটক বাসচালক