সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে। শুক্রবার থেকে সিডনিতে শুরু হল বর্ডার গাওস্কর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট। আর তার মাঝেই সাংঘাতিক এক কাণ্ড ঘটে গেল অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠেই।


ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়ালেন সিডনি থান্ডারের দুই ক্রিকেটার - ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft) ও ড্যানিয়েল স্যামস (Daniel Sams)। পারথ স্কর্চার্সের সঙ্গে ম্যাচে ফিল্ডিং করার সময় দুজনের সংঘর্ষের পর বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকতে দেখা যায় ব্যানক্রফট ও স্যামসকে। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কনকাশন রয়েছে দুজনেরই। সূত্রের খবর, দুজনেরই মুখের হাড় ভেঙে থাকতে পারে।




মাঠে সংঘর্ষের পর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে ব্যানক্রফটের। মাঠে দৌড়ে যান ফিজিও। তাঁর সাহায্যে ব্যানক্রফট হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান। তবে স্যামসের চোট আরও গুরুতর। মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে বার করে নিয়ে যেতে হয় তাঁকে। আপাতত যা খবর, তাতে দু'জনেরই কনকাশন রয়েছে। মুখ ও নাকের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরও পরীক্ষার জন্য তাঁদের দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


ঠিক কী হয়েছিল? শুক্রবার অপ্টাস স্টেডিয়ামে পারথ স্কচার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। লকি ফার্গুসনের ১৬তম ওভারে সেই ভয়াবহ সংঘর্ষ ঘটে।


আরও পড়ুন: বিচ্ছেদের পরে ফের কাছাকাছি স্নেহাশিস-মোম, ভাইঝির বাগদানে মধ্যমণি সৌরভই


ফার্গুসনের সেই ওভারের দ্বিতীয় বলটা মিড উইকেটের ওপর দিয়ে মারেন পারথ স্কর্চার্সের ব্যাটার কুপার কোনোলি। ক্যাচ ধরার জন্য ৩০ গজের বৃত্ত থেকে পিছন দিকে পূর্ণ গতিতে দৌড়তে থাকেন সিডনির খেলোয়াড় স্যামস। উল্টো দিক থেকে প্রবল গতিতে দৌড়ে আসেন ব্যানক্রফট। স্যামস প্রথমে বলটা ধরে ফেলেন। কিন্তু তারপর ব্যানক্রফটের সঙ্গে জোরাল সংঘর্ষ হয় তাঁর। একে অপরের মাথায় ধাক্কা লাগে। আর তারপর দু'জনেই মাঠে পড়ে যান। কোনওরকম নড়াচড়া করতে দেখা যাচ্ছিল না দু'জনকে।


 




মাঠেই প্রবল আতঙ্ক তৈরি হয়। ছুটে আসেন সিডনির খেলোয়াড়েরা। দৌড়ে আসেন ফিজিও। তারপর দু'জনকেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। দুজনের দ্রুত সুস্থতার প্রার্থনা করছে ক্রিকেটবিশ্ব।


আরও পড়ুন: ৪ ম্যাচে ৩ সেঞ্চুরি, একবারও আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার বিরল বিশ্বরেকর্ড করুণের