নয়াদিল্লি: আইএসএল (Indian Super League) নিয়ে জটিলতা অব্যাহত। গতকালই সরাসরি ফিফার হস্তক্ষেপ চেয়েছিলেন সুনীল ছেত্রীরা। ফিফার হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন ভারতীয়দের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও। এবার আইএসএল আয়োজন নিয়ে মুখ খুলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। 

Continues below advertisement

শুক্রবার এক ভিডিও বার্তায় সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধু, প্রীতম কোটালরা ফিফার হস্তক্ষেপ চেয়ে ভিডিও বার্তায় আবেদন করেছিলেন.  ISL-এ খেলা বিদেশি ফুটবলাররাও তালিকায় ছিলেন। দেশের এক নম্বর ফুটবল লিগ নিয়ে ক্লাব জোট বনাম ফেডারেশন টালবাহানা, চিঠি চালাচালি অব্যাহত।ভারতীয় ফুটবলকে 'বাঁচাতে' তাই সরাসরি ময়দানে নেমেছিলেন ফুটবলাররা। তার ঠিক পরের দিনই ফেডারেশনের তরফে বৈঠকের আয়োজন করা হয় এবং তারপরেই জানিয়ে দেওয়া হয় সামনের সপ্তাহেই আইএসএলের সূচি ঘোষণা করা হবে।

 

Continues below advertisement

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয় যে শনিবারই জরুরি কমিটি আইএসএল এবং এআইএফএফ জোটের টুর্নামেন্ট সংক্রান্ত জমা দেওয়া রিপোর্ট বিবেচনা করতে বৈঠকে বসেছিল। শুক্রবারের মধ্যেই ওই জোটের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেইমতোই তারা রিপোর্ট জমা দেয় এবং সেখানে ফেডারেশনকেই আইএসএল করানোর পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী ফেডারশনই এবার আইএসএল আয়োজন করবে এবং পরের সপ্তাহেই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হবে।

নতুন বছরের শুরুতে ভারতীয় ফুটবলে নতুন দিশা দেখা যাবে, এই আশাতেই রয়েছেন সকল ফুটবলপ্রেমীরা। তবে গত বছরের শেষের দিকেই এক ফুটবলার জীবনপ্রদীপ নিভে যায়। তিনি ময়দানের অন্যতম পরিচিত ফুটবলার। খেলেছেন মোহনবাগান, ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। আচমকা প্রয়াত হন ডিফেন্ডার সুখেন দে। তাও মাত্র ৩৫ বছর বয়সে।

ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মোহনবাগানের রক্ষণ ভাগের অন্যতম স্তম্ভ ছিলেন। এই ফুটবলার শুক্রবার, ২৬ ডিসেম্বর তাঁর কর্মস্থল রেলে কাজ করাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। গত বৃহস্পতিবার, ১ জানুয়ারি জন্মদিন ছিল সুখেনের। ৩৬ বছরে পা দিতেন। কিন্তু তার আগেই সকলকে চোখের জলে ভাসিয়ে চলে যান সুখেন।