নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian National Football Team) হেড কোচ হিসাবে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নামছে দল। ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের প্রতিপক্ষ সিরিয়া ও মরিশাস। গতবার ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার খেতাব রক্ষার লড়াই। তার জন্য সম্ভাব্য ফুটবলারদের নাম ঘোষণা করে দিলেন ভারতীয় দলের নবনিযুক্ত কোচ মানোলো মার্কোয়েজ (Head Coach Manolo Marquez)। 


২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। তাঁদের নিয়ে প্রস্তুতি শিবির করবেন মানোলো। ত্রিদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজিত হবে হায়দরাবাদে। ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্ট।


টুর্নামেন্টে অংশ নেওয়া সিরিয়ার এই মুহূর্তে ফিফা ব়্যাঙ্কিং ৯৩। অন্য দল মরিশাসের ব়়্যাঙ্কিং ১৭৯। ভারতের বর্তমান ফিফা ব়্যাঙ্কিং ১২৪। ৩১ অগাস্ট থেকে হায়দরাবাদেই প্রস্তুতি শিবির করবেন মানোলো।


সম্ভাব্য ফুটবলারদের তালিকা ঘোষণা করে মার্কোয়েজ বলেছেন, 'আমাদের প্রথম প্রস্তুতি শিবির নিয়ে বেশ রোমাঞ্চিত হয়ে রয়েছি। আমি জানি ফুটবলাররাও এই প্রস্তুতি শিবির নিয়ে মুখিয়ে রয়েছে।' যোগ করেছেন, 'দুটি কঠিন দলের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। জাতীয় দলের জার্সি পরে মাঠে নামা খুব গর্বের। সেটা সকলেই উপলব্ধি করে।'


সম্ভাব্য ফুটবলারদের তালিকা


গোলকিপার: গুরপ্রীত সিংহ, অমরিন্দর সিংহ, প্রভসুখন সিংহ গিল


ডিফেন্ডার: নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেংসানা সিংহ কোনশাম, রোশন সিংহ নাওরেম, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিংহ


মিডফিল্ডার: সুরেশ সিংহ ওয়াংজ্যাম, জিকসন সিংহ, নন্দকুমার সেকার, নাওরেম মহেশ সিংহ, ইয়াসির মহম্মদ, লালেংমাওয়িয়া রালতে, অনিরূদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে ও লালথাথাঙ্গা খলরিং         


ফরওয়ার্ড: কিয়ান নাসিরি গিরি, এডমন্ড লালরিনডিকা, মনবীর সিংহ, লিস্টন কোলাসো          


ইন্টারকন্টিনেন্টাল কাপের সূচি


৩ সেপ্টেম্বর: ভারত বনাম মরিশাস (India vs Mauritius)


৬ সেপ্টেম্বর: সিরিয়া বনাম মরিশাস (Syria vs Mauritius)


৯ সেপ্টেম্বর: ভারত বনাম সিরিয়া (India vs Syria)


সব ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০-এ।                    


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা