দোহা: বিশ্বকাপে নিজেদের (FIFA WC 2022) গত ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে বিস্ময় পরাজয়ের পর আজ আবার মাঠে নামছে আর্জেন্তিনা (Argentina Football Team)। ভাগ্য বদলের আশায় লিওনেল মেসিরা (Lionel Messi)। সৌদির বিরুদ্ধে হেরে আলবেসিলেস্তের ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছে। আজ মেক্সিকোর বিরুদ্ধে তাই কার্যত মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামছেন মেসিরা। তবে মেক্সিকোদের বিরুদ্ধে তিন পয়েন্ট না পেলে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে আলবেসিলেস্তে?


জয়ই একমাত্র বিকল্প?


আর্জেন্তিনার মেক্সিকোর বিরুদ্ধে যদি পরাজিত হয়, তাহলে নিঃসন্দেহে মেসিরা বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। তবে ড্র হলে কী হবে? মেক্সিকোর বিরুদ্ধে যদি আর্জেন্তিনা নিজেদের ম্যাচ ড্র করে, তাহলে তাদের সংগ্রহে থাকবে এক পয়েন্ট। অপরদিকে, মেক্সিকোর পয়েন্ট হবে দুই। এমন অবস্থায় ইরান-পোল্যান্ড ম্যাচও যাতে ড্র হয়, তা মনেপ্রাণে চাইবেন আর্জেন্তাইন সমর্থকরা। সেক্ষেত্রে গ্রুপে চার পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকবে সৌদি, দুই ও তিন পোল্যান্ড ও মেক্সিকো (দুই পয়েন্ট, গোল পার্থক্য ০) এবং সবার শেষে আর্জেন্তিনা (এক পয়েন্ট, গোল পার্থক্য -১)। 


সেক্ষেত্রে পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনাকে জিততেই হবে। পাশাপাশি আর্জেন্তিনা আশা করবে যাতে সৌদি আরব মেক্সিকোকে হারাতে পারে। তাহলে সেক্ষেত্রে আর্জেন্তিনা পরের রাউন্ডে পৌঁছে যাবে। অন্যথা  হলে ২০০২ সালের পর প্রথমবার গ্রুপ পর্ব থেকেই আর্জেন্তিনার বিদায়ের প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দুর্ঘটনা এড়াতে বদ্ধপরিকর লিওনেল স্কালোনির দল।


ম্যাচের আগেরদিন স্কালোনি সাফ জানিয়ে দেন, 'আমরা (সৌদি) ম্যাচটা বেশ কয়েকবার দেখেছি আমরা। তবে সেই পর্ব শেষ। এখন নজর কেবলই মেক্সিকো ম্যাচের ওপর। এই ম্যাচ গত ম্যাচের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। তবে আমাদের খেলার ধরণ গত মঙ্গলবারের ম্যাচের ফলাফলের জন্য একেবারেই বদলে ফেলব না। এতদিন ধরে যেভাবে খেলে আসছি, সেইভাবেই মেক্সিকো ম্যাচেও খেলব। মেক্সিকো বেশ ভাল আক্রমণাত্মক একটি দল যাদের কোচও খুবই ভাল। তবে আমাদের খেলার ধরণ কোনও পরিস্থিতিতেই বদলাবে না। আমরা প্রথম ম্যাচে হয়তো ধাক্কা খেয়েছি তবে নিজেদের খেলার ধরণ বজায় রেখেই আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।'


মেসির আপডেট


লিওনেল মেসির (Lionel Messi) ফিটনেস নিয়েও আপডেট দেন স্কালোনি। মেসি সৌদি ম্যাচে গোলের আগে তাঁর সতীর্থদের থেকে আলাদাভাবে অনুশীলন করেছিলেন। মেসির বিষয়ে স্কালোনি জানান, 'ও ভালভাবেই অনুশীলন করেছে এবং শারীরিকভাবেও বেশ ভাল জায়গায়ই রয়েছে। এই সময়ে আমাদের আরও বেশি করে সকলকে প্রয়োজন। আমি আশাবাদী যে ম্যাচে সবকিছু ঠিকঠাক হবে। ওর শারীরিকভাবে কোনও সমস্যা নেই।'


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে নক আউটের টিকিট পাকা করার সুযোগ হাতছাড়া ইংল্যান্ডের