কলকাতা: দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঠে বিনা যুদ্ধে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়ে না। তবে আইএসএল এলেই যেন ছবিটা পাল্টে যায়। সেখানে শুধুই সবুজ মেরুনের দাপট।


আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টকে কোনও দিন হারাতে পারেনি ইস্টবেঙ্গল এফসি (East Bengal vs Mohun Bagan Super Giant)। শনিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কি সেই হিসাব পাল্টাবে?


এ বারের আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট এখন পর্যন্ত পরপর দু’টি ম্যাচে জিততে পারেনি। গত ম্যাচে মহমেডান এসসি-কে তিন গোলে হারানোর পর তারা যদি শনিবারও ইস্টবেঙ্গলকে হারাতে পারে, তা হলে হোসে মোলিনার প্রশিক্ষণে এই প্রথম টানা দু’টি জয় পাবে সবুজ-মেরুন বাহিনি। 


অন্য দিকে মরশুমের শুরুতেই টানা চারটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে আর মাত্র একটি দল শুরুতে টানা এতগুলি বা এর চেয়েও বেশি ম্যাচে হেরেছিল। নর্থইস্ট ইউনাইটেড ২০২২-২৩ মরশুমে প্রথম দশটি ম্যাচেই হারে। ইস্টবেঙ্গলও টানা এতগুলি বা এর চেয়ে বেশি ম্যাচ কখনও হারেনি আইএসএলে। 


২০২৪-এ যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ ১২টি আইএসএল ম্যাচেই গোল করেছে মোহনবাগান এসজি। তার মধ্যে ১১টিতেই অন্তত দু’টি করে গোল করেছে তারা। সব মিলিয়ে এই ক্যালেন্ডার বছরে যুবভারতীতে মোট ২৯টি গোল করেছে সবুজ-মেরুন বাহিনী। এর আগে একই বছরে একই মাঠে (ফতোরদা) এর চেয়ে বেশি ৩২ গোল করেছে শুধু এফসি গোয়া। এই নজির তারা গড়ে ২০১৮-য়, ১২টি ম্যাচে।


এ মরশুমে এ পর্যন্ত গড়ে প্রতি ম্যাচে ৭.৩টি করে শট (চারটি ম্যাচে ২৯টি শট) গোলে রেখেছে মোহনবাগান এসজি। তাদের শুটিং অ্যাকিউরেসি ৫৫.৮%। এই দুই বিষয়ে এ মরশুমে এখন পর্যন্ত তারাই সেরা। আইএসএলে এখন পর্যন্ত একটি গোটা মরশুমে গড়ে প্রতি ম্যাচে সাতটি শট বা ৫৫ শতাংশের শুটিং অ্যাকিউরেসি রাখতে পারেনি কোনও দল। 


ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। সাত বারই জিতেছে সবুজ-মেরুন বাহিনী। একবার ড্র হয়েছে। ইস্টবেঙ্গল এফসি আজ পর্যন্ত হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের। দুই দলের দ্বৈরথে মোট ২৫ গোল হয়েছে। মোহনবাগান করেছে ২০টি ও ইস্টবেঙ্গল পাঁচটি। ২০২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ২-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-১-এ জেতে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৩-০-য় ও পরে ৩-১-এ জেতে সবুজ-মেরুন বাহিনী। ২২-২৩ মরশুমের দুই ম্যাচেই ফল হয় ২-০। গত মরশুমের প্রথম লেগে ম্যাচ ২-২-এ ড্র হয় এবং দ্বিতীয় লেগে ৩-১-এ জেতে সেই সবুজ-মেরুন বাহিনীই। 


আরও পড়ুন: দ্রোহের ডার্বি! মানববন্ধন, বিরতিতে প্রতিবাদের পরিকল্পনা, ফের একজোট ইস্টবেঙ্গল-মোহনবাগান


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।