কলকাতা: আইএসএলের অভিষেকে প্রথম দুই ম্যাচে জিততে না পারলেও সবার মন জয় করে নিয়েছে মহমেডান এসসি। নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার বিরুদ্ধে গোছানো ও ভাল ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছে তাদের। এবার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচ তাদের সামনে। বৃহস্পতিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামবে মহমেডান এসসি।

দল ভাল খেললেও প্রথম অ্যাওয়ে ম্যাচে অচেনা পরিবেশের সঙ্গে দলের ছেলেরা কতটা মানিয়ে নিতে পারবে, এই নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ। চেন্নাইয়ে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ''আইএসএলে কোনও দলই খারাপ নয়। আবার কোনও দলেরই সব সময় সমান ভাল বা খারাপ যায় না। ফল দেখেই বোঝা যাচ্ছে সেটা। সব ম্যাচের জন্য তৈরি থাকতে হয়। চেন্নাইন গত মরশুমে দারুন খেলেছিল। এ বার ওরা আরও ভাল খেলতে চায়। আমাদের কাছেও এটা প্রথম অ্যাওয়ে ম্যাচ। নতুন পরিবেশে গিয়ে পড়ব। তার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের।''


চেন্নাইন এফসি সম্পর্কে চেরনিশভ বলেন, ''ওরা ভাল দল। নিজস্ব স্টাইল আছে। এই ম্যাচের পরিকল্পনা নিয়ে আজ ও কাল দলের ছেলেদের সঙ্গে কথা বলব। তবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত দুই ম্যাচের পারফরম্যান্স, মানসিকতা ধরে রাখতে হবে। ঘরের মাঠ, বাইরের মাঠ যাই হোক, আমাদের নিজেদের খেলা খেলতে হবে।''

প্রথম অ্যাওয়ে ম্যাচ বলেই যে কিছুটা চিন্তায় আছেন তিনি, তা জানিয়ে কোচ বলেন, "আমার একটাই চিন্তা, এটাই আমাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। সম্পুর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। ম্যাচের আগে থেকে বোঝা সম্ভব নয় ম্যাচটা কেমন হবে। ম্যাচের মাঝখানে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। প্রয়োজন হলে ম্যাচ চলাকালীনই পরিকল্পনা, কৌশল বদল করতে হয়। আমাদের একটা কঠিন ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। চাপ নেওয়ার দরকার নেই। দলের ছেলেদের নিয়ে আমার চিন্তা নেই। ঘরের মাঠে চেন্নাইন বাড়তি উদ্দীপনা নিয়ে খেলতে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরও নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।''

চেন্নাইন এফসি যেখানে এক ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে, সেখানে মহমেডানের দু’টি ম্যাচে সংগ্রহ এক পয়েন্ট। এর প্রভাব অবশ্য চেন্নাইয়ের ম্যাচে পড়বে না বলেই মনে করেন রাশিয়ান কোচ। তিনি বলেন, ''আমরা কত পয়েন্ট পেয়েছি বা আমাদের প্রতিপক্ষ কত পয়েন্ট পেয়েছে, তাতে কিছু আসে যায় না। আমাদের ভাল খেলতে হবে, এটাই আসল কথা। আমরা প্রথম দুটো ম্যাচে বেশি চাপ নিইনি। তবে এ সব অতীত। এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে।''                                                                                                                                          তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া