মায়ামি: সকলকে খানিকটা চমকে দিয়েই লিওনেল মেসি (Lionel Messi) বছরখানেক আগে আমেরিকান লিগে যোগ দেন। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলছেন মেসি। ৩৭ বছরের মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোও মেসির মতোই ইউরোপ ছেড়েছেন। তিনি যেমন জানিয়েই দিয়েছেন আল নাসরে খেলেই তিনি অবসর নিতে আগ্রহী। মেসিও কি সেই পথেই হেঁটে নিজের বর্তমান ক্লাবে খেলেই অবসর নেবেন? উত্তর সম্ভবত না।


মেসির সঙ্গে বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে। তবে তাঁর ভবিষৎ নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। মেসির ভবিষ্যৎ নিয়ে এক রিপোর্টে El Nacional দাবি করেছে যে মেসি নিজের বর্তমান চুক্তি শেষে প্রাক্তন দলে ফিরতে পারেন। তবে সেই প্রাক্তন দল বার্সেলোনা বা প্যারিস সঁ জরমঁ নয়। সেই ক্লাবের নাম নিউওয়েলস ওল্ড বয়েজ়। যে ক্লাবে মেসি ফুটবলের অ-আ, ক, খ শিখেছেন। মূলত বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকেই মেসির উত্থান হলেও, নিউওয়েলস ওল্ড বয়েজ়ে মেসির ইয়ুথ কেরিয়ারের শুরু। সেখান থেকেই বার্সাতে যোগ দেন তিনি।


অবিশ্বাস্য লাগলেও, নব্বইয়ের দশকে এই ক্লাবেই একসময় একইসঙ্গে খেলেছেন মেসি ও মারাদোনা। অবশ্য পাশাপাশি নয়, মারাদোনা নিজের কেরিয়ারের শেষ লগ্নে যখন দেশ আর্জেন্তিনায় ফিরে ওল্ড বয়েজ়ের হয়ে খেলছেন, তখন তরুণ মেসি ওল্ড বয়েজ়ের অ্যাকাডেমিতে। মারাদোনার মৃত্যুতে শ্রদ্ধার্ঘ্য জানাতে মেসি কিন্তু গায়ে ওল্ড বয়েজ়ের ১০ নম্বর জার্সি চাপিয়েছিলেন। এবার হয়তো সেই জার্সিতে গায়ে খেলবেন তিনি।


এর আগেও একাধিকবার মেসি নিজে ওল্ড বয়েজ়ের ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০১৬ সালে 'এলএম ১০' জানিয়েছিলেন, 'আমি যদি কাল আর্জেন্তিনায় ফিরি, আর সত্যি বলতে আর্জেন্তিনায় ফিরতে চাই ও আমি, তাহলে আমি নিউওয়েলসের হয়েই খেলব।' অন্য আরেক সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা যায়, 'নিউওয়েলসের হয়ে খেলাটা আমার স্বপ্ন, তবে আমি জানি না কী হবে। বর্তমানে দেশের যা পরিস্থিতি, সেটাই আমায় এই সিদ্ধান্তটা নেওয়া নিয়ে খানিকটা ভাবাচ্ছে। আমার কাছে আমার পরিবার আগে এবং আমি নিরাপত্তাহীনতার মাঝে আমার সন্তানদের বাড়তে দিতে পারি না।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ম্যান সিটির বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে তিন পয়েন্টের সুযোগ হাতছাড়া ১০ জনের আর্সেনালের