কলকাতা: টানা দুই ম্যাচে হেরে লিগ টেবলে অনেকটা পিছিয়ে গেলেও মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভ মনে করেন, তাঁর দল প্রমাণ করতে পেরেছে, তাদের ভাল ফুটবল খেলার ক্ষমতা আছে। 


রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের ২-১-এ হারায়। ম্যাচের ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে উজবেক মিডফিল্ডার মির্জালল কাসিমভের গোলে এগিয়ে যায়। তার পরে ৬৬ মিনিট পর্যন্ত দুর্দান্ত রক্ষণ দক্ষতায় প্রতিপক্ষকে কোনও গোল করতে দেয়নি সাদা-কালো ব্রিগেডের সৈনিকরা। কিন্তু মাত্র আট মিনিটের মধ্যে দু’টি গোল খেয়ে পয়েন্ট খোয়াতে হয় কলকাতার দলকে। গোল দু’টি করেন কোয়ামে পেপরা ও জেসুস জিমিনেজ। চলতি লিগে এই নিয়ে মহমেডান এসসি-র পাঁচ ম্যাচে এটি তৃতীয় হার।


ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মহমেডানের রাশিয়ান কোচ বলেন, ''আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি এই লিগে খেলছে। ওদের খুব ভাল ভাল খেলোয়াড় আছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভাল করেছি। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে আমরাই খেলাটা নিয়ন্ত্রণ করেছি এবং গোলও করি।'' 


কিন্তু দ্বিতীয়ার্ধে যে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে, তা স্বীকার করে নিয়ে চেরনিশভ বলেন, ''দ্বিতীয়ার্ধ ওরা আক্রমণে আরও খেলোয়াড় এনে তীব্রতা বাড়ায়। এমনিতেই ওদের আক্রমণ যে যথেষ্ট ভাল, তা ওদের আগের ম্যাচগুলোতেও দেখা গিয়েছে। প্রতি ম্যাচেই ওরা গোল করেছে। তবে দ্বিতীয়ার্ধে যদি আমরা পেনাল্টিটা পেতাম, তা হলে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারতাম আমরা।''


ম্যাচের ৭০ মিনিটের মাথায় গোলমুখী কার্লোস ফ্রাঙ্কাকে বক্সের মধ্যে পিছন থেকে বাধা দেন হরমিপাম রুইভা। ফ্রাঙ্কা মাঠে লুটিয়ে পড়ায় মহমেডান ফুটবলাররা পেনাল্টির জোরালো আবেদন করেন। রেফারি অবশ্য খেলা চালিয়ে যেতে বলেন। সেই প্রসঙ্গেই এ কথা বলেন কোচ।  তবে ম্যাচের শেষ মুহূর্তে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে অবধারিত গোলের সুযোগ হাতছাড়া করেন লালরেমসাঙ্গা ফানাই। চরম মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখতে না পেরে ব্লাস্টার্সের গোলকিপার সোমকুমারের গায়ে বল মারেন তিনি। এই গোলটি হলে মহমেডান অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত।  


এই প্রসঙ্গে মহমেডান কোচ বলেন, ''একেবারে শেষ মুহূর্তে ২-২ করার খুব ভাল সুযোগ পেয়েছিলাম আমরা। ফুটবলে এরকম হয়ই। সব সুযোগ থেকে গোল পাওয়া যায় না। তবে আমরা আজ দেখাতে পেরেছি, আমরা ভাল ফুটবল খেলতে পারি। আমাদের প্রতিপক্ষও যথেষ্ট ভাল খেলেছে। দ্বিতীয়ার্ধে ওরা শক্তি আরও বাড়িয়ে নেয়। তাও লড়াই করেছি আমরা'' মহমেডান এসসি এর পরে ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হবে আগামী শনিবার।                                                                                                                                                          তথ্য সংগ্রহ: আইএসএল