কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে সবে একটি ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর মধ্যেই তাদের এ বার নজর ঘোরাতে হচ্ছে আরও বড় মঞ্চের দিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (এসিএল ২)-এর দিকে। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) শিল্ড জেতায় ২০২৪-২৫-এর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। বুধবার ঘরের মাঠে তারা সেই টুর্নামেন্ট শুরু করবে তাজিকিস্তানের ক্লাব রাভশান এফসি-র বিরুদ্ধে।
গত আইএসএলে ২২টি ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে, মেরিনার্সরা মাত্র এক পয়েন্টের ব্যবধানে মুম্বই সিটি এফসিকে পিছনে ফেলে দিয়ে এ বছরই শুরু হওয়া দ্বিতীয় স্তরের এএফসি ক্লাব প্রতিযোগিতা এসিএল ২-এ তাদের জায়গা নিশ্চিত করে।
আগে যা এএফসি কাপ নামে পরিচিত ছিল, সেই টুর্নামেন্টই এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২, যার গ্রুপ পর্বে ৩২টি দল অংশ নিচ্ছে। এই দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। বুধবার গ্রুপ এ-র প্রথম ম্যাচেই কলকাতার দলের প্রতিপক্ষ তাজিকিস্তানের এফসি রাভশান, যা রাভশান কুলোব নামেও পরিচিত।
রাভশান ছাড়াও গ্রুপ এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে কাতারের আল-ওয়াকরাহ এসসি এবং ইরানের ট্রাক্টর এফসি, প্রতিপক্ষ হিসেবে যাদের কেউই মোটেই সহজ নয়। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি দল তাদের গ্রুপের অন্যান্য দলের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল ১৬ দলের রাউন্ডে উঠবে।
গত মরশুমে এএফসি কাপের গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছিল মোহনবাগান। যার ফলে নকআউট পর্বে উঠতে পারেনি তারা। এ বার তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। দলের নতুন হেড কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনার অধীনে গুরুত্বপূর্ণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচের আগে গত শুক্রবার যুবভারতীতেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএল ২০২৪-২৫-এর উদ্বোধনী ম্যাচে ২-২ ড্র করে সবুজ-মেরুন বাহিনী। ৭০ মিনিট পর্যন্ত দু’গোলে এগিয়ে থাকার পর শেষ পর্যন্ত ড্র করে বাগান বাহিনী। ৯০ মিনিটের মাথায় গোল দিয়ে মুম্বই প্রায় হারা ম্যাচ থেকে এক পয়েন্ট অর্জন করে।
গত চার ম্যাচে ন’টি গোল খেয়েছে সবুজ-মেরুন বাহিনী। এই ক্লিন শিট বজায় রাখতে না পারার ধারাবাহিক ব্যর্থতাই চিন্তায় রেখেছে তাদের কোচ মোলিনাকে। আইএসএলের প্রথম ম্যাচের পর তিনি সেই দুশ্চিন্তাই প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “আমি মোটেই এতে খুশি নই। দল যাতে এত গোল না খায়, তা নিশ্চিত করতে হবে। প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয়। আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব”। বুধবারের ম্যাচে তার প্রতিফলন দেখা যাবে কি না, সেটাই দেখার। ----- তথ্য সংগ্রহ: আইএসএল