মুম্বই: আইএসএলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mumbai City FC) মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সোমবার মুম্বই ফুটবল এরিনায় দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে ২-০-য় হারিয়ে ফাইনালে উঠে পড়ল তারা। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে লিগ টেবলের দুই শীর্ষস্থানীয় দলের মধ্যেই হবে আইএসএল কাপের লড়াই।


প্রথম লেগে মুম্বই গোয়ার মাঠে গিয়ে তাদের ৩-২-এ হারিয়ে এসেছিল। সোমবার ফের তারা ২-০-য় জেতায় মোট ৫-২-এর ব্যবধানে জিতে ফাইনালে উঠল ২০২০-২১-এর শিল্ড ও কাপ চ্যাম্পিয়নরা। সে বার তৎকালীন এটিকে মোহনবাগানকে হারিয়েই আইএসএলের দ্বিমুকুট জিতেছিল তারা। এ বার সেই জোড়া হারের বদলা নেওয়ার সুযোগ এসে গেল সবুজ-মেরুন শিবিরের সামনে। 


এ দিন ৬৯ মিনিটের মাথায় জর্জ পেরেইরা ডিয়াজ ও ৮৩ মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে জেতে মুম্বই সিটি এফসি। ৬৯ মিনিটের মাথায় কর্নার থেকে হেড করে গোলের দিকে বল ঠেলেন মুম্বই অধিনায়ক রাহুল ভেকে। কিন্তু তা ব্লক হয়ে ফিরে আসে দিয়াজের কাছে। এ বার তিনি বল জালে জড়াতে কোনও ভুল করেননি। 


মুম্বইয়ের ফাইনালে ওঠার জন্য এই এক গোলই যথেষ্ট ছিল। কিন্তু এই একটিতেই সন্তুষ্ট ছিল না তারা। ৮৩ মিনিটের মাথায় ফের গোল করে দলের জয় সুনিশ্চিত করেন লালিয়ানজুয়ালা ছাঙতে। মাঝমাঠে গোয়া বলের নিয়ন্ত্রণ হারানোর পর দ্রুত কাউন্টার অ্যটাকে ওঠে মুম্বই। বাঁ দিক থেকে বিক্রম প্রতাপ সিংয়ের লো ক্রস যায় ছাঙতের কাছে এবং ঠাণ্ডা মাথায় তা গোলে ঠেলে দেন তিনি। 


এ দিন বল দখলের লড়াইয়ে এফসি গোয়াই এগিয়ে (৫৫%) ছিল। সারা ম্যাচে নোয়া সাদাউইরা প্রতিপক্ষের বক্সে ৩৮ বার প্রবেশ করলেও মাত্র চারটি শট নিতে পারে তার। যার মধ্যে মাত্র একটি ছিল গোলের লক্ষ্যে। অন্য দিকে, মুম্বই বিপক্ষের বক্সে ২৬বার প্রবেশ করে। কিন্তু দশটি শট নেয়। যার মধ্যে পাঁচটিই ছিল লক্ষ্যে। অথচ সারা ম্যাচে মুম্বইয়ের খেলোয়াড়রা ১৬টি ক্রস বাড়ায় এবং এফসি গোয়ার ফুটবলারদের পা থেকে ৩০টি ক্রস বেরোয়। 
এই পরিসংখ্যানগুলিই প্রমাণ করে আক্রমণে কতটা দাপট দেখিয়েছে মুম্বই সিটি এফসি। ছাঙতে, পেরেইরা ও বিক্রম তিনজনে মিলে প্রতিপক্ষের রক্ষণের কঠিন পরীক্ষা নেন। মুম্বই যেখানে ১৪টি গোলের সুযোগ তৈরি করে, সেখানে এফসি গোয়া পাঁচটির বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ছাঙতে এ দিন অবধারিত ভাবে আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু এফসি গোয়ার গোলকিপার ধীরজ সিং তা দুর্দান্ত ভাবে আটকে দেন। এই নিয়ে দশটি গোল হয়ে গেল ছাঙতের, যা আইএসএলে আর কোনও ভারতীয় করতে পারেননি।       


গত ১৫ এপ্রিল লিগের শেষ ম্যাচে মোহনবাগান এসজি-র কাছে হেরে শিল্ড হাতছাড়া করে মুম্বই সিটি এফসি। শনিবার ফাইনালে তাদের আবার মোহনবাগানের মুখোমুখি হতে হবে কাপ জয়ের জন্য। সেই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না পিটার ক্রাতকির দল, সেটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয়।