ISL 2024: কোথায় দাঁড়িয়ে ইস্ট, মোহন শিবির? একঝলকে চলতি আইএসএলের প্লে অফের অঙ্ক

ABP Ananda Updated at: 05 Mar 2024 09:56 AM (IST)
Edited By: Goutam Roy

ISL 2024 Point Table: প্লে অফে পৌঁছতে গতবারের কাপ চ্যাম্পিয়নদের প্রয়োজন আর মাত্র এক পয়েন্ট। কিন্তু লিগশিল্ডের লক্ষ্য পূরণ করতে গেলে তাদের কী করতে হবে?

আইএসএল ট্রফি (ছবি এএনআই)

NEXT PREV

কলকাতা: লিগ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে আইএসএল, ততই ক্রমশ প্লে অফের দৌড় জমে উঠছে। ইতিমধ্যেই ওডিশা এফসি ও মুম্বই সিটি এফসি প্লে-অফে খেলার যোগ্য অর্জন করে ফেলেছে। এখন দেখে নেওয়া যাক, এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে।


ওডিশা এফসি: ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট, অবস্থান- ১




এক নম্বরে থাকলেও শেষ পর্যন্ত এক নম্বরে থাকতে পারবে কি না, তা এখন কলিঙ্গবাহিনীর হাতে নেই। কারণ, তারা সবচেয়ে বেশি পয়েন্ট পেলেও অন্যদের চেয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। মোহনবাগান এসজি যদি আরও পাঁচ পয়েন্ট খোয়ায়, মুম্বই সিটি এফসি যদি আরও চার পয়েন্ট নষ্ট করে এবং এফসি গোয়া যদি তাদের বাকি ম্যাচগুলির একটিও না জিততে পারে তা হলে কলিঙ্গবাহিনীর পক্ষে লিগ শিল্ড জয় সম্ভব। কিন্তু এখানে আরও একটি শর্ত বাকি এবং সেটি হল, বাকি সব ম্যাচেই ওডিশাকে জিততে হবে।


মুম্বই সিটি এফসি: ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট, অবস্থান- ২




লিগ শিল্ড জিততে হলে বাকি সব ম্যাচে জিততে হবে মুম্বই সিটি এফসি-কে। এ ছাড়াও তারা যদি মোহনবাগান এসজি-কে হারিয়ে বাকি ম্যাচগুলির মধ্যে একাধিক ড্র করতে পারে, তা হলেও তাদের লিগশিল্ড জয়ের সম্ভাবনা থাকবে। এখানেই শেষ নয়, গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়নদের খেতাব ধরে রাখার আরও উপায় আছে। মোহনবাগানের বিরুদ্ধে তারা যদি ড্র করে এবং বাকি ম্যাচগুলি জেতে। তবে সেক্ষেত্রে মোহনবাগানকে বাকি কোনও একটি ম্যাচে পয়েন্ট খোয়াতে হবে।


মোহনবাগান সুপার জায়ান্ট: ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট, অবস্থান- ৩




প্লে অফে পৌঁছতে গতবারের কাপ চ্যাম্পিয়নদের প্রয়োজন আর মাত্র এক পয়েন্ট। কিন্তু লিগশিল্ডের লক্ষ্য পূরণ করতে গেলে তাদের কী করতে হবে? বাকি সব ম্যাচে জিতলে সবুজ-মেরুন বাহিনীর পয়েন্ট দাঁড়াবে ৫১, যা অন্য যে কোনও দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের তুলনায় বেশি। তাই তারা বাকি সব ম্যাচ জিতলে লিগশিল্ড জিতে নিতে পারবে। মুম্বই সিটি এফসি-র সঙ্গে তাদের যদি ড্র হয়, তা হলেও তারা শিল্ড জিততে পারে, যদি বাকি সব ম্যাচে জিততে পারে আন্তোনিও হাবাসের দল।


এফসি গোয়া: ১৬ ম্যাচে ২৯, অবস্থান- ৪




প্লে অফে জায়গা পাকা করতে গেলে এফসি গোয়াকে এখনও আরও পাঁচ পয়েন্ট পেতেই হবে। তার চেয়ে কম পয়েন্ট পেয়েও অবশ্য তারা প্লে-অফে পৌঁছতে পারে। কিন্তু সেক্ষেত্রে অন্য ম্যাচের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে তাদের। লিগ শিল্ড জয়ের রাস্তাটা অবশ্য তাদের কাছে বেশ কঠিন। শুধু যে তাদের বাকি সব ম্যাচে জিততে হবে, তা-ই নয়। এর সঙ্গে মোহনবাগান ও মুম্বই, দুই দলকেই চার পয়েন্ট করে খোয়াতে হবে। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মুম্বই ও মোহনবাগানের মধ্যে ম্যাচ এখনও বাকি আছে এবং গোয়ার দলকে এখন তালিকার নীচের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে বাকি ম্যাচগুলি খেলতে হবে।


কেরালা ব্লাস্টার্স এফসি: ১৭ ম্যাচে ২৯, অবস্থান- ৫




প্লে অফে জায়গা সুরক্ষিত করতে তাদের এখনও পাঁচ পয়েন্ট জিততেই হবে। কিন্তু তাদের শিল্ড জয়ের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে গত পাঁচটি ম্যাচের মধ্যে তারা চারটিতে হেরে যাওয়ায়। তাও খাতায় কলমে তাদের শিল্ড জয় সম্ভব। যদি তারা বাকি সব ম্যাচে জেতে এবং মুম্বই ও মোহনবাগান ব্লাস্টার্সের কাছে হার ছাড়াও যথাক্রমে ছয় ও চার পয়েন্ট খোয়ায়। এ ছাড়াও ওডিশা এফসি-কে এখনও আরও চার ও এফসি গোয়াকে আরও তিন পয়েন্ট খোয়াতে হবে।


বেঙ্গালুরু এফসি: ১৮ ম্যাচে ২১, অবস্থান- ৬




প্লে অফে যেতে গেলে সুনীল ছেত্রীর দলকে বাকি সব ম্যাচে জিততে হবে। শুধু জিতলেই হবে না। নর্থইস্ট ইউনাইটেডকে তিন পয়েন্ট খোয়াতে হবে এবং চেন্নাইন এফসি-কে তাদের বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত একটি ম্যাচে পয়েন্ট খোয়াতে হবে। তবে কোনও অঙ্কেই তাদের লিগ শিল্ড জয়ের কোনও সম্ভাবনার দেখা যাচ্ছে না।


জামশেদপুর এফসি: ১৮ ম্যাচে ২০, অবস্থান- ৭




অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া জামশেদপুরের আর কোনও রাস্তা নেই। তাদের বাকি সব ম্যাচে জিততে তো হবেই। এছাড়া নর্থইস্ট ইউনাইটেড এফসি যদি আরও চার পয়েন্ট খোয়ায়, বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল এফসি যদি তাদের বাকি ম্যাচগুলির মধ্যে একটিতে পয়েন্ট খোয়ায়, তা হলে সেই সুযোগ াসতে পারে। শিল্ড জেতার কোনও সম্ভাবনাই আর নেই তাদের।


নর্থইস্ট ইউনাইটেড এফসি:  ১৬ ম্যাচে ১৯, অবস্থান- ৮




নর্থইস্টের ভাগ্য সম্পুর্ণ ভাবে তাদের নিজেদের হাতে। প্লে অফে উঠতে বাকি ছ’টি ম্যাচেই জিততে হবে তাদের। এ ছাড়া আর কোনও ফলই তাদের সেরা ছয়ে জায়গা করে দিতে পারবে না। আর শিল্ডজয় তাদের কাছে এখন নিছকই কল্পনা।


ইস্টবেঙ্গল এফসি: ১৭ ম্যাচে ১৮, অবস্থান- ৯


আইএসএলে প্রথমবার প্লে অফে ওঠার জন্য ইস্টবেঙ্গলকে কী করতে হবে, তা নিয়ে? বাকি সব ম্যাচে তাদের জিততে তো হবেই, এ ছাড়া নর্থইস্ট ইউনাইটেড যদি কোনও একটি ম্যাচে ড্র করে, তা হলেই ইস্টবেঙ্গলের যাত্রা শুভ হতে পারে। তবে তাদের লিগশিল্ড জয়ের আশা একেবারেই নেই।


চেন্নাইন এফসি: ১৭ ম্যাচে ১৮, অবস্থান- ১০


ওয়েন কোইলের দল যদি বাকি সব ম্যাচে জেতে এবং ইস্টবেঙ্গল যদি কোনও একটি ম্যাচে পয়েন্ট খোয়ায়, তা হলে প্লে-অফে ওঠার স্বপ্ন সত্যি হতে পারে তাদের।


পাঞ্জাব এফসি: ১৭ ম্যাচে ১৭, অবস্থান- ১১


নিজেদের সব ম্যাচে জয় ছাড়াও তাদের প্রয়োজন চেন্নাইন এফসি ও জামশেদপুর এফসি-র কোনও ম্যাচে পয়েন্ট খোয়ানো।


হায়দরাবাদ এফসি: ১৭ ম্যাচে ৪, অবস্থান- ১২












প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই আর নেই হায়দরাবাদ এফসি-র।                                                                                           তথ্য সংগ্রহ: আইএসএল



























Published at: 05 Mar 2024 09:51 AM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.