সৌমিত্র কুমার রায়, কলকাতা: আসন্ন রবিবার, ১০ মার্চ যুবভারতী স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ আয়োজনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। কলকাতা ডার্বি (Kolkata Derby) আয়োজনের সময় থেকে ভেন্যু, সব নিয়েই টালবাহানা অব্যাহত। 


১০ মার্চ সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে সেই সময় ম্যাচ করা সম্ভব হচ্ছে না। ব্রিগেডের দিনে বড় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়েই যত সমস্যা। অবশ্য ইস্টবেঙ্গল কর্তাদের তরফে দাবি করা হচ্ছে ব্রিগেড সমাবেশ দুপুরে হওয়ায় ম্যাচ খানিক দেরিতে শুরু হলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে সাড়ে সাতটার ঘণ্টা দেড়েক পর, রাত ন'টা থেকে ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে। এমনকী ইস্টবেঙ্গল কর্তাদের তরফে রাতে সাড়ে আটটাতেও ম্যাচ আয়োজন করা যেতে পারে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।


যুবভারতীতে ম্যাচের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে থাকে বিধাননগর পুলিশ কমিশনারেট। তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা এই নিয়ে আলোচনায় আগ্রহী। তবে পুলিশের এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া তো দূর, আলোচনা অবধি এখনও হয়নি। ম্যাচের সময়, দিনক্ষণ নির্ধারণ অবশ্য কেবলমাত্র পুলিশ এবং দুই অংশগ্রহণকারী দলের ওপরেই নির্ভরশীল নয়। এক্ষেত্রে টুর্নামেন্ট ব্রডকাস্টার সংস্থার পাশাপাশি, আয়োজক সংস্থা এফএসডিএলেরও অনুমতির প্রয়োজন। এ বিষয়ে কিন্তু তাঁদের সঙ্গে এখনও পর্যন্ত কোনওরকম আলাপ আলোচনাই হয়নি।


সেই কারণে ডার্বির আয়োজন ঘিরে জট এখনও অব্যাহত। প্রাথমিকভাবে খবর ছিল ব্রিগেড সমাবেশের জেরে ম্যাচ কলকাতা থেকে পড়শি রাজ্যে স্থানান্তরিত করা হতে পারে। বিশ্বস্ত সূত্রে খবর এখনও অবধি যা পরিস্থিতি, তাতে জামশেদপুরেই কিন্তু ম্যাচ আয়োজিত হতে পারে। যদিও ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের তরফে ঘরের মাঠেই ম্যাচ আয়োজনের প্রবল চেষ্টা করা হচ্ছে। তবে সেই নিয়ে পুলিশ, আইএসএল বা আয়োজক সংস্থার এবং ব্রডকাস্টারদের তরফে যে কোনওরকম কোনও সিদ্ধান্ত নেওয়া এখনও নেওয়া হয়নি তা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ ডার্বির আয়োজন ঘিরে জট এখনও অব্যাহতই। সেই জট শেষমেশ কবে কাটতে পারে, তা নিয়েও নিশ্চিতভাবে কারুর তরফেই এখনও কিছুই বলা হচ্ছে না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: মেসির ফ্রি কিক আঘাত করল খুদেকে, কান্না থামতেই চায় না, ইন্টার মায়ামির বিরাট জয়