মুম্বই: লিগের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiants) তাদের ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City FC) হারিয়ে শিল্ড জিতলেও ফাইনালে যে তাদের হারানো আরও কঠিন হবে সবুজ-মেরুন বাহিনীর পক্ষে, তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের দলের প্রধান কোচ পিটার ক্রাতকি।


সোমবার মুম্বই ফুটবল এরিনায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে ২-০-য় হারিয়ে ফাইনালে ওঠে পিটার ক্রাতকির দল। প্রথম সেমিফাইনালে তারা নাটকীয় ভাবে ৩-২ গোলে জিতেছিল। ফলে ৫-২-এর স্কোর নিয়ে ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে তারা।


সোমবার ম্যাচের পর ক্রাতকি সাংবাদিকদের বলেন, ''ফাইনাল ম্যাচটা জমজমাট হবে গ্যালারিতে ষাট হাজার মানুষের সামনে। মোহনবাগান এসজি কত ভাল দল সেটা আমরা যেমন জানি, তেমন এটাও জানি যে, গত ম্যাচে আমরা কী কী ভুল করেছি। ফাইনালে আমরা আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব এবং ওই ম্যাচে আমাদের একটু অন্যরকম চেহারায় দেখতে পাবেন। গত ম্যাচে ওখানে যে রকম খেলেছিলাম, তার চেয়ে এই ম্যাচে ভাল খেলার ক্ষমতা আছে আমাদের। এখন নিজেদের শারীরিক ভাবে তরতাজা করে তুলতে হবে ও শেষ ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। শেষ ম্যাচ ভালই হবে।''


এই গতিময় আক্রমণে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে অন্যতম লালিয়ানজুয়ালা ছাঙতে, যিনি দুই সেমিফাইনালেই গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে ৮৩ মিনিটের মাথায় মাঝমাঠে এফসি গোয়া বলের নিয়ন্ত্রণ হারালে দ্রুত কাউন্টার অ্যটাকে ওঠে মুম্বই। বাঁ দিক থেকে বিক্রম প্রতাপ সিংয়ের লো ক্রস যায় ছাঙতের কাছে এবং ঠাণ্ডা মাথায় তা গোলে ঠেলে দেন তিনি।


তবে প্রথম সেমিফাইনালে যা করেছিলেন তিনি ও বিক্রম, তা অবিশ্বাস্য। ফতোরদায় দুই অর্ধে বরিস সিং ও ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে জয় প্রায় হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল গোয়ার দল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে ও স্টপেজ টাইমে ছাঙতের জোড়া গোল ও বিক্রম প্রতাপ সিংয়ের একটি গোলে তাদের মুখের গ্রাস কেড়ে নেয় গতবারের শিল্ডজয়ীরা।


এ বারের লিগে এই নিয়ে মোট দশ গোল করে ফেলেছেন ছাঙতে, যা এর আগে আইএসএলে কোনও ভারতীয় ফুটবলার পারেননি। সব মিলিয়ে দলের ১৬টি গোলে অবদান রেখেছেন তিনি। শেষ আটটি ম্যাচেই দলের কোনও না কোনও গোলে অবদান রেখেছেন তিনি।


ছাঙতেকে নিয়ে মুম্বইয়ের কোচ বলেন, ''ও আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য। গত ম্যাচের পরেও বলেছিলাম, ও খুবই ভাল ফুটবলার। ও ঘুরে দাঁড়িয়ে সমানে ভাল খেলে যাচ্ছে। ও যা পাচ্ছে, তা পাওয়ারই যোগ্য। দলের জন্য নিয়মিত গোল করে চলেছে। যতরকম ভাবে পারে দলকে সাহায্য করে চলেছে ছাঙতে। ওর খেলায় আমি খুবই খুশি। যথেষ্ট পরিশ্রমী ও। যে রকম খেলছে ও পরিশ্রম করছে, সে রকমই পরিশ্রম করে যাক। আমাদের কাছে ও খুবই গুরুত্বপূর্ণ সদস্য।''                                                                                                                        তথ্য সংগ্রহ: আইএসএল