কলকাতা: এগারো দিনের আন্তর্জাতিক অবকাশের পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। গত এক মাসে বেশিরভাগ দলেরই চারটি করে ম্যাচ হয়ে গিয়েছে। চারটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। এই চার সপ্তাহে মোট ৬৯ গোল হয়ে গিয়েছে। একটি দল এখন পর্যন্ত কোনও ম্যাচে হারেনি এবং আর একটি দল তাদের সব ম্যাচেই জয় পেয়েছে। 


গত মরশুমে যে দলগুলি সেরা ছয়ে ছিল, এ বার শুরুতেই তাদের হোঁচট খেতে দেখা গিয়েছে। বরং গতবার নীচের দিকে থাকা দলগুলি এ বার শুরুতে সবাইকে চমকে দিয়ে অভিযান শুরু করেছে। গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি-র শুরুটা এ বার তেমন ভাল না হলেও পরিস্থিতি সামলানো শুরু করে দিয়েছে তারা। 


এ বার প্রথম আইএসএলে খেলা কলকাতার মহমেডান স্পোর্টিংও শুরুটা ভাল করেছে। তবে শেষ ম্যাচে মোহনবাগানের কাছে হেরে তারা লিগ টেবলের নীচের দিকে নেমে গিয়েছে। তবে ইস্টবেঙ্গল এফসি-র অবস্থা বেশ শোচনীয়। তারাই একমাত্র দল, যারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। প্রথম চার ম্যাচেই হেরেছে তারা।  


প্রথম চার রাউন্ডের পর কলকাতার কোন দল কী অবস্থায় রয়েছে, তা একবার দেখে নেওয়া যাক। 


মোহনবাগান


মরশুমের শুরুতেই কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়েছে মোহনবাগান। তবে তাদের পয়েন্ট টেবলের অবস্থান তাদের পারফরম্যান্সের তুলনায় ভাল। এটাই তাদের সবচেয়ে ভাল দিক। গতবারের শিল্ড চ্যাম্পিয়নরা যে তাদের সেরা অবস্থানে না থেকেও পয়েন্ট সংগ্রহ করতে পারছে, এটাও যথেষ্ট ভাল ইঙ্গিত। দলটি অনেক উঁচু মানের এবং বলা যায়, এখনও কোনও ফুটবলারই তাঁদের সেরা ফর্মে পৌঁছতে পারেননি। তবুও, তাদের নির্ভরযোগ্য তারকারা— দিমিত্রিয়স পেট্রাটস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং গ্রেগ স্টুয়ার্ট —ইতিমধ্যে গোল অবদান রেখেছেন। মহমেডান এসসির বিরুদ্ধে ৩-০ জয়ে তারা দলগত পারফরম্যান্সের নমুনা দেখিয়েছে এবং অবকাশের পর আমরা সম্ভবত অন্য এক মেরিনার্সকে দেখতে পাব।


মহমেডান


আইএসএলে তাদের অভিযানের শুরুতে অনেক ইতিবাচক দিক দেখিয়েছে মহমেডান এসসি। চেন্নাইন এফসির বিরুদ্ধে স্মরণীয় জয়ের পাশাপাশি এফসি গোয়ার বিপক্ষে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে যায় কলকাতার দলটি। নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধেও এক পয়েন্ট প্রায় তাদের হাতের মুঠোতেই চলে এসেছিল। আলেক্সি গোমেজ মাঝমাঠে দুর্দান্ত খেলেন এবং দলের আক্রমণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 


ইস্টবেঙ্গল


এখন পর্যন্ত এ মরশুমে প্রায় কোনও ইতিবাচক দিকই দেখা যায়নি ইস্টবেঙ্গল এফসি-র। কলকাতার তিন প্রধানের অন্যতম এই দল এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। লিগ শুরুর আগে তারা একটি শক্তিশালী দল গঠন করেছিল বলে দাবি করে। কিন্তু খেলোয়াড়রা এখনও একসঙ্গে একটা দল হিসেবে খেলতে পারেনি। তবে তাদের হাতে যে মানের খেলোয়াড়রা রয়েছেন, তাতে লাল-হলুদ ব্রিগেডের উন্নতি আশা করাই যায়, যদিও অনেক কাজ বাকি রয়েছে তাদের।                                                                                                                   তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া