ভুবনেশ্বর: তিনি ফিজির নাগরিক, তবু ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ম্যাচের আগে লাইন-আপ করে প্রায়ই তাঁকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এ ভাবে আর কোনও বিদেশী খেলোয়াড়কে ভারতে এসে এ দেশের জাতীয় সঙ্গীত দেখেছেন কেউ? বোধহয় না। 


কে তিনি? শুরুতেই তো এই প্রশ্নের উত্তরের ইঙ্গিত দেওয়া আছে। তিনি যখন ফিজির নায়ক, তখন তিনি রয় কৃষ্ণ (Roy Krishna) ছাড়া আর কে-ই বা হতে পারেন? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশে ফিজি দ্বীপ থেকে এসে ভারতীয় ফুটবল মাতিয়েছেন, রয় কৃষ্ণা ছাড়া আর কে? 


২০১৯-এ ভারতের মাটিতে পা রাখার পর এ দেশে ক্লাব ফুটবলে অন্যতম কিংবদন্তি হয়ে উঠেছেন ফিজির জাতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক। কেনই বা হবেন না? এই নিয়ে পঞ্চম আইএসএল মরশুম হয়ে গেল তাঁর। ১০২টি ম্যাচ খেলেছেন। ৫৪টি গোল করেছেন ও ২৪টি গোল করিয়েছেন। বর্তমানে ওডিশা এফসি-র অন্যতম সেরা তারকা রয় কৃষ্ণা এর আগে আরও তিনটি দলের হয়ে খেলেছেন। এটিকে, এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। 


পাঁচ বছর আগে, ২০১৯-এ যখন দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে তাঁর কাছে ভারতে এসে তাঁদের দলে যোগ দেওয়ার প্রস্তাব পাঠায়, তার এক মাস আগেই রয়ের গলায় উঠেছিল জনি ওয়ারেন মেডেল, যা অস্ট্রেলিয়ার এ-লিগে মরশুমের সেরা ফুটবলারকে দেওয়া হয়। 


২০১৮-১৯-এ এ-লিগে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন তিনি। তার পরের মরশুমেই তিনি ভারতে খেলতে আসেন দেশের এক নম্বর ফুটবল লিগে। ফলে যা হওয়ার তা-ই হল। সেই মরশুমে ১৫টি গোল ও ছ’টি অ্যাসিস্ট করে এটিকে-কে নজিরবিহীন তৃতীয় আইএসএল খেতাব জেতান তিনি। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি রয়কে। 


ভারতে এসে এই অসাধারণ সাফল্য পাওয়ার জন্যই কি তাঁর এই ভারত-প্রেম এবং এ জন্যই কি মাঠে নেমে ভারতের জাতীয় সঙ্গীত গান তিনি? শুধু জাতীয় সঙ্গীতই গান, তা নয়। অনর্গল হিন্দিতে কথাও বলতে পারেন তিনি। দলের ভারতীয় সতীর্থদের সঙ্গে হিন্দিতেই কথাবার্তা হয় তাঁর। তাই শুধু বিদেশীরা নন, দলের দেশীয় ফুটবলাররাও তাঁর ভাল বন্ধু। 



কিন্তু কী করেন এত ভাল হিন্দি বলেন, ভারতের জাতীয় সঙ্গীত গান তিনি? এই রহস্য উন্মোচন করেছেন রয় নিজেই। কী বলেছেন তিনি? “আমি তো ছোট থেকেই হিন্দি বলতে ও লিখতে পারি। স্কুলে আমি বিশুদ্ধ হিন্দি পড়েছি। তো ভাষাটা যখন জানাই আছে, গানটা গাওয়ার যখন অভ্যাস আছে, তা গাইব না কেন? আমার সন্তানের জন্ম এই ভারতে। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত আমি হৃদয় থেকেই গাই। আমি গাইতে ভালবাসি।'' কথাগুলি তিনি বলেছেন আইএসএলের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন দ্য স্ট্যান্ডস’-এ। যার সম্প্রচার শুরু হয়ে গিয়েছে।                                                                                                                                                          তথ্য সংগ্রহ: আইএসএল