ISL Final: শনিবাসরীয় যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-বেঙ্গালুরু, আইএসএল ফাইনালে তফাৎ গড়ে দিতে পারেন এঁরা

ABP Ananda   |  Rishav Roy   |  10 Apr 2025 02:07 PM (IST)

Mohun Bagan Super Giant vs Bengaluru FC: লিগশিল্ড জেতার পর মোহনবাগান যেখানে জোড়া খেতাবের দিকে তাকিয়ে আছে, সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইএসএল কাপ জিতে মরশুম শেষ করতে মরিয়া বেঙ্গালুরু।

কাদের পারফরম্যান্সে নির্ধারিত হতে পারে ফাইনাল ম্যাচের ভাগ্য? (ছবি: আইএসএল)

কলকাতা: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে (ISL Final) জিতবে কারা? মোহনবাগান সুপার জায়ান্ট না বেঙ্গালুরু এফসি (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)? এই প্রশ্নের উত্তর নিয়ে যেমন তোলপাড় ফুটবল মহল, তেমনই আরও একটা প্রশ্ন ঘোরাফেরা করছে অনেকের মনের মধ্যে। কে বা কারা ঘোরাতে পারে ফাইনালের মোড়? কার বা কাদের গোলে জিতবে চ্যাম্পিয়নরা?

ইতিমধ্যেই লিগশিল্ড জেতার পর মোহনবাগান সুপার জায়ান্ট যেখানে জোড়া খেতাবের দিকে তাকিয়ে আছে, সেখানে গেরার্ড জারাগোজার কোচিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইএসএল কাপ জিতে মরশুমের শেষে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে চায় বেঙ্গালুরু এফসি।

দুর্দান্ত দলগত প্রচেষ্টা এবং প্রতিভার নিখুঁত উদাহরণ হয়ে উঠেছে দুই দল, যা তাদের আইএসএল ফাইনালে পৌঁছতে সাহায্য করেছে। তবে, যেখানে মঞ্চ বিশাল ও চাপ চরমে, তখন কয়েকজন খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্য ফাইনালে পার্থক্য গড়ে দিতেই পারে। অতীতেও এমন হয়েছে।

দেখে নেওয়া যাক এমন পাঁচজন খেলোয়াড়কে, যাঁরা তাদের দলকে মরশুমের শেষ ম্যাচ জেতানোর জন্য নিজেদের 'এক্স-ফ্যাক্টর' হিসেবে প্রমাণ করতে পারেন।

জেমি ম্যাকলারেন, ফরোয়ার্ড, মোহনবাগান সুপার জায়ান্ট

তাঁর অভিষেক আইএসএল মরশুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি (amie Maclaren)। ২৪টি ম্যাচে ১১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁর শট-কনভার্সন রেট (গোলে শটকে গোলে পরিণত করার হার) ৩৫.৪৮%। সবুজ-মেরুন আক্রমণে তাঁর স্পষ্ট ভূমিকা থাকে ঠিকই, তবে ফাইনাল থার্ডে আক্রমণ তৈরিতে খুব বেশি ভূমিকা নেন না তিনি। প্রতিপক্ষের গোল এরিয়ায় নিজেকে কার্যকরী করে তুলে গোল করাই তাঁর প্রধান লক্ষ্য। তবে লিগ পর্বে বেঙ্গালুরু এফসির বিপক্ষে দুই ম্যাচেই তিনি কোনও পর্যন্ত গোল করতে পারেননি। ফাইনালে সেই চেষ্টা সফল করার জন্য মরিয়া হয়ে উঠতে পারেন তিনি।

সুনীল ছেত্রী, ফরোয়ার্ড, বেঙ্গালুরু এফসি

কেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বলা হয় তাঁকে, তা চলতি লিগে বুঝিয়ে দিয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এ বার একটি অসাধারণ মরশুম কাটিয়েছেন তিনি। ২৭টি ম্যাচে ১৪টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন ৪০ বছর বয়সী তারকা ফুটবলার। ২০১৭-১৮ মরশুমের আইএসএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন (১৪ গোল, ২ অ্যাসিস্ট) সুনীল। এই বয়সেও যে তার পুনরাবৃত্তি করলেন, তা এক কথায় অভাবনীয়। সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে দুর্দান্ত হেডে গোল করে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে তুলেছেন সুনীল। ফের এমনই গোল করে ছ’বছর পর বেঙ্গালুরুকে আরেকটি আইএসএল শিরোপা এনে দিতে পারেন তিনি, তা হলে তা হবে এক অবাক করা ঘটনা।

লালেংমাউইয়া রালতে (আপুইয়া), মিডফিল্ডার, মোহনবাগান সুপার জায়ান্ট

মোহনবাগান মাঝমাঠে শক্তির উৎস হয়ে উঠেছেন আপুইয়া। ২১টি ম্যাচে গড়ে ৪৭টি করে পাস করেছেন, যার মধ্যে সফল পাসের হার ৮৩%। ১৪টি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি। ১৭টি ক্লিয়ারেন্স, ৩১টি ইন্টারসেপশন, ১০৬টি ডুয়েলজয় ও ১৩১বার বলের পুনর্দখলের কথা লেখা হয়েছে তাঁর খতিয়ানে। লিগে তৃতীয় সর্বোচ্চ (৪৮টি) সফল ট্যাকলের অধিকারী তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে তাঁর একমাত্র গোলটি আসে গত সোমবার সেমিফাইনালে। তাঁর এই গোলই দলকে ফাইনালে পৌঁছে দেয়। দলের মাঝমাঠে কোচ হোসে মোলিনার প্রধান ভরসা মুম্বই সিটি এফসি-র এই প্রাক্তন তারকা। ফাইনালেও তাঁর ওপরেই ভরসা করবেন কোচ, যেন তিনি মাঝমাঠে খেলার রাশ ধরে রাখতে পারেন।

রাহুল ভেকে, ডিফেন্ডার, বেঙ্গালুরু এফসি

এ বার লিগ শুরুর আগে বেঙ্গালুরু এফসি-র নবাগতদের মধ্যে সবচেয়ে কার্যকর ফুটবলার এই রাহুল ভেকে। তাঁকে সই করানোর সুফল সারা মরশুমে স্পষ্টভাবে পেয়েছে নীল-বাহিনী। পিছন থেকে আক্রমণ শুরু করার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। প্রতি ম্যাচে গড়ে ৫০টি পাস করেছেন তিনি, যার মধ্যে সফল পাসের হার ৮৫%। এ পর্যন্ত ১৮টি ট্যাকল করেছেন, ৪৪টি এরিয়াল ডুয়েল জিতেছেন, পাশাপাশি করেছেন ১৫টি ব্লক, ২৬টি ইন্টারসেপশন ও ৮০টি রিকভারি। ১২১টি ক্লিয়ারেন্স করেছেন তিনি এবং ব্লুজদের ১০টি ক্লিন শিট রাখতে সাহায্যও করেছেন। সেইসঙ্গে, ৩টি গোল করে। ৩৪ বছর বয়সেও আক্রমণ বিভাগে অবদান রেখেছেন। শেষবার যখন বেঙ্গালুরু এফসি আইএসএল শিরোপা জেতে, সেই ফাইনালে জয়সূচক হেডটি করেছিলেন রাহুল ভেকে-ই। আবারও বিশাল এই ম্যাচের নায়ক হয়ে উঠতে পারবেন রাহুল?

শুভাশিস বসু, ডিফেন্ডার, মোহনবাগান সুপার জায়ান্ট

মোহনবাগান রক্ষণের এই তারকা ও দলনেতা এ বার মাঠের দুই প্রান্তেই দুর্দান্ত ছিলেন। তিনি তৃতীয় সর্বোচ্চ (৪৬টি) ইন্টারসেপশন করেছেন এবং ৬টি গোল করেছেন—যা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র ছেত্রী (১৪) এবং ব্রাইসন ফার্নান্ডেজ (৭)-এর নিচে। সব মিলিয়ে ছ’টি গোল করেছেন বাংলার ছেলেটি। দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন শুভাশিস। কঠিন পরিস্থিতিতে বল দখলে নেওয়ার জন্য তাঁর ইচ্ছা ও দক্ষতা প্রকাশ পেয়েছে তাঁর ৪৪টি সফল ট্যাকলে। স্বাভাবিকভাবেই, বেঙ্গালুরু এফসি রক্ষণে ও আক্রমণে তাঁর দাপট দমানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। কিন্তু তাঁর দায়িত্ব হবে সেইসব পরিকল্পনা বানচাল করে ঘরের মাঠে দলকে একটি ঐতিহাসিক আইএসএল কাপ জয়ের পথে নিয়ে যাওয়া।

দুই দলই এখন পর্যন্ত ধারাবাহিক এবং কাপ জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে। এই প্রতিবেদনে উল্লিখিত তারকারা গড়ে দিতে পারেন সেই পার্থক্য। লিগের সর্বশেষ ধাপে তাঁরা দলকে জয় এনে দিতে পারেন সতীর্থদের হাতে আইএসএল কাপ তুলে দেওয়ার জন্য।

(তথ্য: আইএসএল মিডিয়া)

Published at: 10 Apr 2025 02:01 PM (IST)
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.