কলকাতা: আইএসএলের (ISL) প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ওড়িশা এফসি (Mohun Bagan Super Giant vs Odisha FC)। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ৮৬ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পরও ২-১-এ ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অতিরিক্ত সময়ে ম্যাচের ফয়সালা হয়।



এ দিন প্রথমার্ধে দুই দলই একাধিক সুবর্ণ সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের মাথায় গোল করে কেরালা ব্লাস্টার্সের লিথুনিয়ান ফরোয়ার্ড ফেদর সেরনিচ। মহম্মদ আইমেনের পাস থেকে এই গোল পান তিনি। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগেই সমতা এনে ফেলেন দিয়েগো মরিসিও। বক্সের ডানদিক থেকে রয় কৃষ্ণার ক্রস থেকে গোলের সামনে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

খেলা অতিরিক্ত সময়ে গড়ালে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এবং প্রথমার্ধেই গোল পেয়ে যায় ওড়িশা এফসি। ৯৮ মিনিটের মাথায় আহমেদ জাহুর ভলি থেকে ডান প্রান্তে বল পান রয় কৃষ্ণা। তিনি বক্সের ডান দিক থেকে গোলের সামনে ক্রস পাঠান এবং দ্বিতীয় পোস্টের সামনে থাকা ইসাক রালতে তা জালে জড়িয়ে দেন।

ফের সমতা আনার জন্য মরিয়া হয়ে ওঠে ব্লাস্টার্স। কিন্তু ওড়িশা এফসি-র দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরালেও শেষ পর্যন্ত জালে বল জড়াতে পারেননি গোলকিপার অমরিন্দার সিংয়ের দক্ষতায়। এ দিন ব্লাস্টার্সের হয়ে মাঠে নামেন আদ্রিয়ান লুনা, যিনি হাঁটুর চোটের জন্য এতদিন মাঠের বাইরে ছিলেন। চোটের জন্য কেরালার দলের হয়ে এ দিন খেলতে পারেননি তাদের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স দিয়ামন্তাকস। এর প্রভাব দলের খেলায় পড়লেও টানা ১২০ মিনিট ধরে লড়াই করে যায় তারা। মোট ১৪টি-র মধ্যে ছ’টি শট গোলে রাখে ব্লাস্টার্স। ওড়িশা ১৩টি-র মধ্যে পাঁচটি শট ছিল লক্ষ্যে।

আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালের প্রথম লেগে এই কলিঙ্গ স্টেডিয়ামেই ওড়িশার মুখোমুখি হবে মোহনবাগান এসজি। লিগ পর্বে তাদের মধ্যে দুই ম্যাচই ড্র হয়। প্রথমবার ২-২ ও পরের বার গোলশূন্য ড্র করে মোহনবাগান ও ওড়িশা। সেমিফাইনালে তাদের লড়াই উত্তেজনায় ভরপুর হওয়ার সম্ভাবনাই বেশি। ফিরতি লেগে যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা মুখোমুখি হবে ২৮ এপ্রিল।


(তথ্যসূত্র: ISL Media)


আরও পড়ুন: লন্ডনে লোকাল ট্রেনে অফিস যাতায়াত করেন সৌরভ-কন্যা, আমিষ খাওয়া ছেড়েছেন সানা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।