কলকাতা: ম্যাচের আগেই একটা পরিসংখ্যান নিয়ে বেশ চর্চা হচ্ছিল। আইএসএলে (ISL) নাকি মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সবচেয়ে বড় গাঁট মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। যাদের কোনওদিনও হারাতে পারেনি মোহনবাগান। আইএসএলে সোমবারের আগে পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে ছবারই জিতেছে মুম্বই সিটি এফসি। দুটি ম্যাচ ড্র হয়েছে। সবুজ-মেরুন জনতা দোলাচলে ছিল, রেকর্ড বদলে কি যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসিকে হারাতে পারবে প্রিয় দল? এই ম্য়াচের ফলাফলের ওপরই যে দাঁড়িয়ে লিগশিল্ডের ভবিষ্যৎ!


মাঠে সমস্ত পরিসংখ্যানকে উপড়ে ফেললেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে উড়িয়ে দিল মোহনবাগান। সেই সঙ্গে নববর্ষে সবুজ-মেরুন জনতাকে উপহার দিল লিগ শিল্ড।


কিক অফের পর থেকেই যেন বাড়তি জেদ কাজ করছিল বাগান ফুটবলারদের মধ্যে। ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণ শানায় মোহনবাগান। ডানদিক থেকে উপরে উঠে যান মনবীর সিংহ। তারপর বলটা ডি বক্সের দিকে মাইনাস করেন। দিমিত্রি পেত্রাতোস অল্পের জন্য গোল করতে পারেননি। তবে গোটা ম্যাচের রিংটোনটা যেন সেট হয়ে যায় ওই একটি আক্রমণে। তারপর থেকে লাগাতার আক্রমণ করতে থাকে মোহনবাগান। ফলও আসে।


ম্যাচের বয়স তখন সবে ২৮ মিনিট। মুম্বই সিটি এফসি-র পেনাল্টি বক্সের সামনে ঢুকে পড়েন সেই পেত্রাতোস। মুম্বই ডিফেন্ডারকে কাঁধের ওপর নিয়ে আউটসাইড স্টেপে বল বাঁ দিকে ঢুকে আসা লিস্টন কোলাসোর দিকে বাড়ান। দুর্দান্ত দক্ষতার সঙ্গে গোলে শট নেন কোলাসো। আর তাতেই লক্ষ্যভেদ। ১-০ এগিয়ে যায় মোহনবাগান।


বাগান জনতা অবশ্য তখনও আশ্বস্ত ছিল না। কী করেই বা থাকবেন? আইএসএলের প্রথম লেগের ম্যাচেও মোহনবাগান ১-০ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল মুম্বইয়ের বিরুদ্ধে। 


তবে সোমবারের মোহনবাগান অন্য সংকল্প নিয়ে নেমেছিল। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় গোল জেসন কামিংসের। দলগত সাফল্যের ফসল। বাঁ প্রান্তে বল পেয়ে মুহূর্তের মধ্যে ডানপ্রান্তে বাড়ান দিমিত্রি পেত্রাতোস। সেই বল ধরে কামিংস মুম্বই গোলকিপারের ডানদিক দিয়ে বলটা জালে জড়িয়ে দেন। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।


ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে ব্যবধান কমান লালিয়ানজুয়ালা ছাংতে। ৯০ মিনিটে ব্রেন্ডন হামিল লাল কার্ড দেখে বেরিয়ে যান। ৮ মিনিট সংযুক্ত সময় দেন রেফারি। বাকি সময়টা ১০ জনের মোহনবাগানকে পেয়েও অবশ্য গোল করতে পারেনি মুম্বই সিটি এফসি। বরং ম্যাচের শেষ লগ্নে উত্তেজনা তৈরি হয়। একসঙ্গে চারজনকে হলুদ কার্ড দেখান রেফারি।


আরও পড়ুন: সৌরভ-শাহরুখের মানবিক উদ্যোগ, ক্রিকেট ও খাওয়াদাওয়ায় নববর্ষ কাটল অনাথ শিশু-কিশোরদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।