দোহা: খুদে ভক্তের আবদার। বিশ্বকাপের গোল করে সেই আবদার মেটালেন ইংল্যান্ডের জ্য়াক গ্রিলিশ। গতকাল ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জয় ছিনিয়ে নেয় হ্যারি কেন বাহিনী। সেই ম্য়াচেই ইংল্য়ান্ডের হয়ে শেষ গোলটি করেছিলেন জ্যাক গ্রিলিশ। গোলের পরই অদ্ভুত নাচের মাধ্যমে তা সেলিব্রেশন। গ্রিলিশকে ১১ বছরের এক খুদে ভক্ত চিঠি লিখেছিলেন, সেই খুদে সেলিব্রাল পলসিতে আক্রান্ত। সে যখন জানতে পারে যে গ্রিলিশের বোনও এই রোগে আক্রান্ত, তখনই সে চিঠি লেখে ও জানায় যে গোলের পর যেন নেচে সেলিব্রেশন করেন গ্রিলিশ। ঠিক সেই কথাই রাখলেন ম্যান সিটির এই ফুটবলার। গ্রিলিশের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


চলতি মাসের শুরুতে এতিহাদ স্টেডিয়ামে সেই খুদের সঙ্গে দেখা করে তাকে জার্সি উপহার দিয়েছিলেন গ্রিলিশ। গতকাল গোল করার পর সেই ভিডিও ক্লিপিংস পোস্ট করে তরুণ এই ফুটবলার লেখেন, ''শুধুমাত্র তোমার জন্য।''


 






গতকাল ম্যাচের ৩৫ মিনিটে থ্রি লায়ন্সদের হয়ে প্রথম গোল করেন বেলিংহ্যাম। ইরান বক্সের বাঁদিক থেকে লিউক শ ক্রস বাড়ান। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় লাফিয়ে হেড করে বল জালে জড়িয়ে দেন জুড বেলিংহ্যাম। ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। গোল খেয়ে চাপে পড়ে যায় ইরান। ৪৩ মিনিটের মাথায় কর্নার পায় ইংল্যান্ড। লিউক শ-র আউটস্যুইঙ্গিং শট হেড দিয়ে নামিয়ে দেন হ্যারি ম্যাগুয়্যার। সেই বল থেকে বাঁপায়ের দুরন্ত শটে গোল করেন বুকায়ো সাকা।


প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল পায় ইংল্যান্ড। গোল করেন রাহিম স্টার্লিং। প্রথমার্ধে ৩-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখনই বোঝা গিয়েছিল যে, বড় ব্যবধানে জিতবে ইংল্যান্ড। 


দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় ফের গোল সাকার। আর্সেনালের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন। সেই ছন্দই ধরে রাখেন সাকা। ইরানের বক্সে ঢুকে পড়ে তিনজন ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে বাঁদিকের কোণা দিয়ে বল জড়িয়ে দেন জালে। তবে পরের মিনিটেই কিছুটা খেলার গতির বিরুদ্ধে গোল হজম করে ইংল্যান্ড। টারেমির শট বারে লেগে গোললাইন ক্রস করে যায়।