লিভারপুল: তাঁর স্মরণীয় জমানার মধুরেণ সমাপয়েৎ হয়নি। তবে লিভারপুল (Liverpool FC) ম্যানেজার হিসাবে নিজের শেষ ম্যাচটি জিতেই ইংলিশ ফুটবলকে বিদায় জানালেন য়ুরগেন ক্লপ (Jurgen Klopp)। জার্মান কোচের শেষ প্রিমিয়ার লিগ (Premier League 2023-24) ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারারার্সকে (Wolverhampton Wanderers) ২-০ গোলে হারাল লিভারপুল। ৮২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে শেষ করল রেডসরা।


২০১৫ সালে লিভারপুলের ম্যানেজার হিসাবে নিজের প্রথম সাংবাদিক সম্মেলনে ক্লপ বলেছিলেন, 'আপনার আগমনের সময় কে কী ভাবল, তাতে কিছু যায় আসে না। বরং আপনার বিদায়ের সময় কে কী বলছে, সেটা গুরুত্বপূর্ণ।' ক্লপ যে প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন, তা তাঁর বিদায়ের আগে বিশেষজ্ঞ থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী পেপ গুয়ার্দিওলার কথা শুনলেই স্পষ্ট। মতান্তরে সর্বকালের সেরা কোচ গুয়ার্দিওলা স্পষ্টতই বারংবার জানিয়েছেন ক্লপই তাঁর ফুটবল কোচিং জীবনের কঠিনতম প্রতিদ্বন্দ্বী। মরশুমের পর মরশুম ম্যান সিটি ও লিভারপুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তার প্রমাণও মিলেছে। তবে শেষ মরশুমটা অবশ্য তেমন হল না।


মরশুমের শুরুটা ক্লপের দল দারুণভাবে করেছিল। একগুচ্ছ সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে তারুণ্যে ভর্তি এক লিভারপুল দল চেলসিকে হারিয়ে লিগ কাপ জিতেছিল। এ মরশুমে প্রিমিয়ার লিগে সর্বাধিক সময় শীর্ষে কাটানো দলটার নামও লিভারপুলই। তবে হঠাৎই ছন্দপতন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হার, আটালান্টার বিরুদ্ধে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে হারের পাশাপাশি বিজনেস এন্ডে ছন্দ হারিয়ে প্রিমিয়ার লিগের দৌড় থেকেও ছিটকে যায় লিভারপুল।


তবে ক্লপের কৃতিত্ব শুধু শেষ মরশুমে দেখে বোঝা যাবে না। তিনি লিভারপুলের তিন দশকের লিগ জয়ের অপেক্ষার অবসান ঘটানোর জন্য, রেডসদের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য, প্রথম ক্লাব বিশ্বকাপ এনে দেওয়ার জন্য মার্সিসাইডে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর বিদায়টা আবেগঘন হওয়ার সম্ভাবনা ছিলই। ম্যাচের আগেই লিভারপুল শহরের বিভিন্ন জায়গায় ক্লপের মুরাল, তাঁর পোস্টার দেখে তার আন্দাজ সহজেই করা যায়। উলভসের বিরুদ্ধে রবিবাসরীয় সন্ধ্যায় ম্যাচটা তাই জয় হারের থেকেও বেশি করে ক্লপের সুবর্ণ যাত্রার সেলিব্রেশন হয়ে দাঁড়িয়েছিল। জয় দিয়েই সেই সফর শেষ হল। অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও জারেল কুয়ানশার প্রথমার্ধের দুই গোলে ১০ জনের উলভসকে হারাল লিভারপুল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ফিফার পর ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীলকে বিশেষ সম্মান লা লিগারও