কলকাতা: চৌষট্টি খোপের দুনিয়ায় বড়সড় সাফল্য বঙ্গ দাবাড়ুর। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে (Commonwealth Chess) সোনা মিত্রাভ গুহর (Mitrabha Guha)। বাংলার দাবাড়ু ফের বড়সড় সাফল্য পেলেন। যে সাফল্যকে বাংলার দাবার জন্য ভীষণ ইতিবাচক ছবি মনে করা হচ্ছে। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।


গত বছর শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ। যে টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন মিত্রাভ। পেয়েছিলেন রুপোর পদক। এবার পদকের রঙ বদলে গিয়েছে। সোনা জিতেছেন মিত্রাভ। সাফল্যের ব্যাপারে শুরু থেকে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। লক্ষ্যপূরণে বাড়তি খুশি তিনি। বলেছেন, 'কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আগের বার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপরতা ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। আমি খুশি।'


এবারের কমনওয়েলথ দাবায় বাংলার দাবাড়ুদের দাপট। মিত্রাভ একা নন, পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। অনূর্ধ্ব-৮ বিভাগে চ্যাম্পিয়ন সর্বার্থ মণি। সব ম্যাচ জিতে সম্ভাব্য সর্বোচ্চ ৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল সর্বার্থ। মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে রানার্স হয়েছে সাপার্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক জয়ী সাপার্য কমনওয়েলথে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হল। গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল বাংলার এই দাবাড়ু। তবে বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস প্রতিযোগিতার ওপেন বিভাগে শেষ করেন নবম স্থানে।


 






তবে কমনওয়েলথ দাবায় সোনা জিতেও সন্তুষ্ট হতে রাজি নন মিত্রাভ। পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন এখন থেকেই। ৪ মার্চ, সোমবার থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভাল ফল করাই আপাতত পাখির চোখ বঙ্গ গ্র্যান্ডমাস্টারের।                                    


আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে