কেরল: গত মরশুমের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা তিনি। মাত্র ১৭ ম্যাচেই হাঁকিয়েছিলেন ১৩টি গোল। তিনি দিমিত্রিয়স দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos)। নতুন মরশুমে (ISL 2024-25) নতুন দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামছেন গ্রিক ফরোয়ার্ড। মরশুমের দ্বিতীয় ম্যাচেই তিনি এমন এক জায়গায় খেলতে নামছেন, যা তাঁর অতি পরিচিত।


গত মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়েই মাঠে নেমে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। এ বার ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন তিনি। গত দু’বছর ধরে কোচির যে নেহরু স্টেডিয়াম তাঁর হোম গ্রাউন্ড ছিল, সেই স্টেডিয়ামে রবিবার, ২২ সেপ্টেম্বর তিনি প্রতিপক্ষের হয়ে (Kerala Blasters vs East Bengal) নামতে চলেছেন। চেনা পরিচিত মাঠে হোমের বদলে অ্যাওয়ে সাজঘরে বসবেন তিনি। নিজের পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামার আগে কী ভাবছেন ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকার?


 






কেরল ব্লাস্টার্স ম্যাচের আগে নিজের অনুভূতি নিয়ে লাল হলুদ ফরোয়ার্ড কিন্তু নিজের বর্তমান দলকে জেতাতে সর্বস্বটা উজাড় করে দেওয়ারই অঙ্গীকার করছেন। তিনি বলেন, 'এই প্রথম প্রতিপক্ষ হিসেবে এই মাঠে নামতে চলেছি। এখানে যে ভালবাসা পেয়েছি, সে জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন যেহেতু আমি অন্য ক্লাবের হয়ে খেলি, তাই অবশ্যই চাইব আমার বর্তমান দলকে জেতাতে। আমি আমার দলের হয়ে গোল করার চেষ্টা করব। এই ম্যাচের জন্য ভাল প্রস্তুতি নিয়ে এসেছি। কাল আমরা তিন পয়েন্টের জন্য লড়ব'। 


এক সময় এই কেরল ব্লাস্টার্স সমর্থকদের নয়নের মণি ছিলেন দিয়ামান্তাকস। মাঞ্জাপ্পাদা গ্রুপের উদ্দেশে তিনি বলেন, 'গত দুবছরে এখানকার সমর্থকেরা আমাকে অনেক উৎসাহ ও ভালবাসা দিয়েছেন। তবে ফুটবলে এ রকম হয়ই। মনে হয় সমর্থকেরা এই ব্যাপারটা বুঝবেন। কেরালার সমর্থকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমার। এটা ৯০ মিনিটের খেলা। তার বাইরে তো কিছু নয়'। 


ইস্টবেঙ্গলের মতো তাঁদের আগামী প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্সও এবারের মরশুমে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। রবিবাসরীয় সন্ধেতে কোন দল মরশুমে নিজেদের প্রথম পয়েন্ট ঘরে তুলবে? এটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য মেট্রো কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ, এই দিনগুলিতে চলবে বিশেষ ট্রেন