প্যারিস: বহুদিন ধরেই জল্পনা ছিল। অবশ্য জল্পনা নয়, একপ্রকার প্রায় নিশ্চিতই ছিল। তবে আর যদি, হয়তো, কিন্তুর জায়গা রইল না। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) জানিয়ে দিলেন তিনি মরশুম শেষেই প্যারিস সঁ-জরমঁ (Paris Saint-Germain) ছাড়তে চলেছেন। এই মরশুম শেষেই তাঁর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। আর নতুন করে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন না এমবাপে।


শুক্রবার রাতে নিজেই নিজের সোশ্যাল মিডিয়া মারফত এক ভিডিও বার্তায় এমবাপে পিএসজি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'আমি সবসময়ই বলে এসেছিলাম যে নির্দিষ্ট সময়ে আপনাদের সঙ্গে কথা বলব। আমি ঘোষণা করতে চাই যে এটাই প্যারিস সঁ-জরমেঁ আমার শেষ মরশুম হতে চলেছে। আমি এই সফর আর এগিয়ে নিয়ে যাব না। কয়েক সপ্তাহের মধ্যেই এটা শেষ হবে। প্রাক দে প্রাঁতে (পিএসজির ঘরের মাঠ) এই রবিবারই আমি নিজের শেষ ম্যাচ খেলতে নামব। বহু বছর আমি ফ্রান্সের সেরা এবং বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলার সৌভাগ্য হয়েছে। এখানেই আমি বড় ক্লাবে বিরাট চাপে খেলার প্রথম স্বাদ পাই। সর্বকালের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পাই। আমার ভুলত্রুটি সব নিয়েই মানুষ হিসাবেও আমি এখানে আরও উন্নত হয়েছি।'


পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে। ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে সাত মরশুমে ২৫৫টি গোল করার পাশাপাশি ১৪টি ট্রফি জিতেছেন তিনি। তবে মরশুম শেষেই তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোর জল্পনা। সেই জল্পনা নিজের ভিডিওতে আরও উস্কে দিলেন ২৫ বছর বয়সি মহাতারকা। জানিয়ে দিলেন তিনি দেশ ছাড়তে চলেছেন। 'এই সিদ্ধান্তটা নেওয়া কঠিন হবে জানতাম। তবে আমার দেশ ফ্রান্স, লিগ ওয়ান, যে লিগটার বিষয়ে আমি ছোট থেকে অবগত, সেটাকে বিদায় জানানো এতটা কঠিন হবে ভাবিনি। তবে সাত বছর পর আমার একটা নতুন চ্যালেঞ্জের দরকার ছিল।' জানান এমবাপে।


রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপে সর্বকালের সর্বাধিক বেতনভোগী ফুটবলার হতে চলেছেন। তবে সেই বেতন পিএসজিতে প্রাপ্ত তাঁর বেতনের থেকে কম। যদিও এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তবে তিনি ফ্রি-তে পিএসজি ছাড়বেন না বলে কথা দিয়েছিলেন। তাই এমবাপে নিজের বেতন বা বাড়তি পাওনার কিছু অংশ ছাড়েন না, দুই দল কোনও ট্রান্সফার ফিতে রাজি হয়, সেটাই দেখার।


 






রিয়াল মাদ্রিদ এর আগেও বহুবার এমবাপেকে সই করার চেষ্টা করেছে। সেই ২০১৮-১৯ মরশুম থেকে সেই চেষ্টা চলছে। ২০২১ পিএসজি এমবাপের জন্য রিয়ালের ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নাকচ করে দেয়। সেই মরশুমেই এমবাপের চুক্তি শেষের পথে পৌঁছলেও, শেষমেশ নতুন তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এরপর গত মরশুমে পিএসজি সৌদির ক্লাব আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রাজি হয়ে যায়। তবে এমবাপে নিজে সেই প্রস্তাব নাকচ করে দেন। তবে এবার অবশেষে জল্পনার অবসান ঘটতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, যা জল্পনা তাতে ফ্রান্সের রাজধানী থেকে স্পেনের রাজধানীতেই রওনা দেবেন এমবাপে। ফ্রান্সের রেকর্ড চ্যাম্পিয়নের বদলে আগামী মরশুম থেকে স্পেনের রেকর্ড চ্যাম্পিয়নদের জার্সিতেই দেখা যাবে তাঁকে। তবে সেই ঘোষণা সরকারিভাবে কিন্তু এখনও হয়নি। তাই রিয়াল মাদ্রিদ সমর্থকদের আপাতত অপেক্ষাই করতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: হামেলসের গোলে পিএসজি বধ, ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড