মিউনিখ: প্রথম লেগে এগিয়ে ছিল তারা। দ্বিতীয় লেগেও জিতে ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল বরুসিয়া ডর্টমুন্ড। পিএসজির বিরুদ্ধে জয়সূচক গোলটি করেন ম্য়াট হুমেলস। ২০১২-১৩ মরশুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছিল ডর্টমুন্ড। সেবার বায়ার্নের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা ফাইনালে। এবার ফের একবার ট্রফি জয়ের সুযোগ বরুসিয়ার সামনে। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ বায়ার্নের বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ফল ২-২। ফলে এই লেগে যে দল জিতবে, তারাই চলে যাবে ফাইনাল। সেক্ষেত্রে ফের একবার বায়ার্ন-বরুসিয়া ডুয়েল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১ জুন ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।


 






মঙ্গলবার সেমিফাইনালে খেলার শুরু থেকেই দুটো দলই বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারছিল না কোনও দলই। বরুসিয়ার হয়ে ম্য়াট হুমেলস ৫০ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন। এরপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার কিলিয়ান এমবাপেরা গোলমুখ খোলার চেষ্টা করছিলেন। কিন্তু পারছিলেন না পিএসজির কোনও স্ট্রাইকারই। অন্য়দিকে শট অন গোলে বেশ কয়েকবার চেষ্টা করলেও ২ অর্ধ মিলিয়ে মোট চারবার বারপোস্টে বল লাগে পিএসজির। 


প্রথম লেগে জার্মান ক্লাবটির হয়ে গোল করে দলকে জিতিয়েছিলেন নিকলাস ফুলক্রুগ। এদিন তিনি গোলমুখ খুলতে না পারলেও ডর্টমুন্ডের সেন্টার ব্যাক গোল করে দলের ফাইনালে পৌঁছনো নিশ্চিত করেন। খেলার শেষ ১০ মিনিটে আক্রমণে গতি বাড়িয়েছিল পিএসজি। এমবাপের একটি শট ৮৬ মিনিটের মাথায় বারপোস্টের কোন ছুঁয়ে বেরিয়ে যায়। ৮৮ মিনিটেও ভিতিনহোর শতও বারপোস্টে লেগে যায়। কিন্তু গোল পায়নি পিএসজি। 


অন্য়দিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে রিয়ালের বিরুদ্ধে নামবে বায়ার্ন। রিয়াল কোচ কার্লোস আনচেলোত্তি বলেন, '' প্রথম পর্বের ফল ২-২ হলেও আমাদের চেয়ে বায়ার্ন অনেক ভাল ফুটবল খেলেছিল। তাই ধরেই নিচ্ছি, বুধবার ওরা আরও সঙ্ঘবদ্ধ হয়ে আক্রমণ করবে আমাদের দলের বিরুদ্ধে। তাই বায়ার্নকে সমীহ করতেই হবে। নিজেদের এগিয়ে রাখছি না। তবে লা লিগা নিশ্চিত হওয়ায় ফুটবলাররা আত্মবিশ্বাসী এখন অনেক। কেউ এক ইঞ্চিও জমি ছাড়বে না।''