নয়াদিল্লি: বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারদের নাম বললে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) নাম অবশ্যই একেবারে উপরের সারিতে আসবে। ফরাসি ফরোয়ার্ড যে কোনও দলের সম্পদ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তবে এ মরশুমে শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে এমবাপের চুক্তি সমাপ্ত হচ্ছে। তাঁর পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-কল্পনাও শুরু হয়ে গিয়েছে। তবে এমবাপে পিএসজিতেই থাকবেন বলে দাবি ক্লাব সভাপতি নাসের আল খেলাফির (Nasser Al Khelaifi)।


বছর দু'য়েক আগেই এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে তিনি শেষ মুহূর্তে পিএসজির সঙ্গেই চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন। এবারও এমনটাই হবে বলে আশাবাদী খেলাফি। তাঁর দাবি তাঁর সঙ্গে এমবাপের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মিষ্টিমধুর এবং ফরাসি বিশ্বজয়ী তারকা ক্লাবের হিতের বিপরীত হবে, এমন কোনও কাজ কখনই করবেন না। খেলাফির মতে, 'আমি চাই কিলিয়ান এমবাপে পিএসজিতেই থাকুক। ও বিশ্বের সর্বসেরা ফুটবলার এবং পিএসজিই ওর জন্য সবথেকে সেরা ক্লাব। কিলিয়ান এমবাপেকে শান্তিতে থাকতে দিন। ও পিএসজির বিরুদ্ধে কোনওদিনই কিছু করবে না। এমবাপের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। ও পিএসজি পরিবারের অংশ।'


খেলাফির আরও দাবি যে পিএসজিতে এমবাপের কাছে সেরা হওয়ার জন্য সবকিছু রয়েছে। 'কিলিয়ান এমবাপের কাছে অনুশীলন করার জন্য বিশ্বের সর্বসেরা মাঠ রয়েছে। সর্বসেরা কোচ রয়েছে, ও নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলে। আমাদের সমস্ত পরিকল্পনার মধ্যমণি ও। ওকে এর আগে বর্তমানের মতো এত খুশি আমি কোনওদিনও দেখিনি। এমবাপে ফরাসি, ও প্যারিসে রয়েছে জাতীয় দলের অধিনায়ক, পিএসজির সহ-অধিনায়ক এবং একটা সেরা ক্লাবের হয়ে ফুটবলটা খেলছে। আমার সঙ্গে ওর একটা মৌখিক বোঝাপড়া হয়েছে। তবে ওটা আমাদের মধ্যেই আপাতত থাক, চুক্তির বিষয়ে বাড়তি কিছু বলব না। আমার ওর ব্যক্তিগত স্তরে সম্পর্ক খুবই ভাল। কিন্তু এই বিষয়বস্তু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক।' যোগ করেন পিএসজি সভাপতি। এমবাপে পিএসজিতেই থাকেন, না কি আসন্ন গ্রীষ্মে দলবদল ঘটান এবার সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ, শ্রেয়স!