মায়ামি: সপ্তাহান্তে মন্ট্রেয়ালের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচে চোট পান লিওনেল মেসি (Lionel Messi)। সেই চোটের কারণে মাঝসপ্তাহে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলতে নামতে পারেননি মেসি। দলের মহাতারকার অনুপস্থিতিতে গোলের দরজাই খুলতে পারল না ইন্টার মায়ামি (Inter Miami)।
মেসির অনুপস্থিতিতে বুধবার মধ্যরাতে ইন্টার মায়ামি অরল্যান্ডোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। সেই কারণেই 'এলএম১০' এদিনের ম্যাচে মাঠে নামতে পারেননি। তাঁর অভাব যে কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়, সে কথা কিন্তু ম্যাচ শেষে তাতা মার্টিনো (Gerardo Martino) স্পষ্ট জানিয়ে দেন। ইন্টার মায়ামি কোচ মার্তিনোকে মেসির অনুপস্থিতিতে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'মেসি মাঠের শেষ ২৫ মিটারে যে খেলাটা খেলে, সেটা ও ছাড়া আর কেউ পারবে না। ওর অনুপস্থিতি ভরাট করা অসম্ভব। সেটা আজ যেমন ইন্টার মায়ামি বুঝতে পারছে, সেটা ১০ বছর আগে বার্সেলোনা ক্ষেত্রেও একইরকম ছিল। ভাল বিল্ড আপের পর শেষটায় মেসির থাকা দরকার। প্রতিপক্ষরা ডিফেন্ড করলে সেই রক্ষণ ভাঙতে জানে ও।'
ম্যাচে মেসির জায়গায় রবার্ট টাইলার মাঠে নামেন। লুইস সুয়ারেজ দলের প্রধান স্ট্রাইকারের ভূমিকায় খেলেন। তবে ইন্টার মায়ামি আক্রমণে তেমন ঝাঁঝই দেখাতে পারেনি। গোটা ম্যাচে মাত্র তিনটি শট তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হয় মেসিহীন ইন্টার মায়ামি। মেসির অনুপস্থিতিতে ইন্টারের এই আটকে যাওয়া কিন্তু নতুন কিছু নয়। আর্জেন্তাইনের অনুপস্থিতিতে ইন্টার মায়ামি মাত্র দুইটি ম্যাচই জিততে সক্ষম হয়েছে। চারটি ম্যাচ হয়েছে ড্র। সেখানে মেসি খেললে ২৫ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে তারা। জয় এসেছে ১৫টি ম্যাচে।
এই ম্যাচে ইন্টার মায়ামির জন্য ইতিবাচক দিক বলতে দলের তারকা ফুটবলার জর্দি আলবার পাঁচ সপ্তাহ পর মাঠে ফেরা। তিনি ৬৪ মিনিটে এদিন পরিবর্ত হিসাবে মাঠে নামেন। অবশ্য এই ম্যাচ ড্র করলেও ইন্টার মায়ামিই কিন্তু ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট রয়েছে তাদের দখলে।
ঠিক কবে মাঠে ফিরতে পারেন মেসি? তাতা মার্তিনোর জবাব কিন্তু মেসি-অনুরাগীদের বেশ আনন্দই দেবে। 'মন্ট্রেয়ালের বিরুদ্ধে ম্যাচে হালকা চোট পেলেও, ট্রেনার এবং মেডিক্যাল দলের পরামর্শে ও কিন্তু প্রতিদিন অনুশীলন করে। ওর একটু অস্বস্তি হওয়ায় আমরা কয়েকটা টেস্ট করাই, তাতে যা ফলাফল এসেছে, সেটা বেশ ইতিবাচকই। এই সপ্তাহে তিনটি ম্যাচ আর ওর হালকা ব্যথা থাকায় ওকে খেলানোর ঝুঁকি নিইনি আমরা। ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে শনিবার ও খেলতে পারবে বলেই আশা করছি। তবে গোটা বিষয়টা ও কেমন থাকে না থাকে তার ওপর নির্ভরশীল। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রিয় মুহূর্ত কোনটি? কোনটাই বা টার্নিং পয়েন্ট? সুনীল ছেত্রীর অবসর ঘোষণার দিনে বেছে নিলেন বাবা খড়গ