বুয়েনস আইরস: বছরের প্রথম আন্তর্জাতিক ফুটবল সপ্তাহ। আর সেই সপ্তাহেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনার (Argentina Vs Brazil) মহাদ্বৈরথ। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত ছিলেন। সেলেসাওয়ের জাতীয় দলে নেমার ফেরায় তাঁর সঙ্গে প্রাক্তন সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) লড়াইটা দেখার জন্যও ছিল অপেক্ষা। তবে তা আর হচ্ছে না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আসন্ন দুই ম্যাচের জন্য যে আর্জেন্তিনা দল ঘোষণা করা হয়েছে, তাতে লিওনেল মেসিকে রাখেননি কোচ স্কালোনি।
আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুই শক্তিধর প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তে। সেই দুই ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে তাতে ৩৭ বছর বয়সি আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসির নাম না দেখায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আর্জেন্তাইন তারকার অনুপস্থিতির কারণ নিয়ে ফেডারেশনের তরফেও কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন আর্জেন্তাইন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মেসির হালকা চোট লেগেছে।
রবিবার আটালান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ইন্টার মায়ামি ২-১ গোলে জয়ী হয়। ম্যাচে প্রথম গোলটিও আসে মেসির চিপ থেকে। তবে তিন ম্যাচ পরে ৯০ মিনিটে খেলেই বিপত্তি। সেই ম্যাচেই মেসির বাঁ উরুতে হালকা অশ্বস্তি অনুভূত হয়। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের ম্যাশচেরানো স্পষ্টই জানিয়ে দেন মেসিকে নিয়ে তাঁরা ঝুঁকি নিতে না চাওয়ায় তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছিল এবং এতে কোনওরকম চোট এড়ানো সম্ভব বয়েছে। তবে তা সত্ত্বেও মেসিকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন।
সেই কারণেই উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে ঘোষিত ৩৩ জনের প্রাথমিক স্কোয়াডে মেসির নাম থাকলেও শেষমেশ ২৫ জনের চূড়ান্ত দল থেকে তাঁকে বাদই পড়তে হল। তবে যোগ্যতা অর্জন পর্বে বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু বর্তমানে বেশ ভাল জায়গায় রয়েছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার টেবিলের শীর্ষে তাঁরা। তবে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে ও পঞ্চমে থাকা ব্রাজিলের বিপক্ষে দুই কড়া ম্যাচ অপেক্ষা করে রয়েছে। এই ম্যাচগুলির জন্য আর্জেন্তিনা মেসি ছাড়াও কিন্তু পাওলো দিবালা, জিওভানি ল সেলসো, গঞ্জালো মন্টিয়েলদের পাবে না। এতজন তারকাদের অনুপস্থিতিতেও বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের ফর্ম ধরে রাখতে পারে কি না, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।
আরও পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগেই নির্বাসিত স্বদেশীয়, IPL-র কড়া সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কেকেআর তারকা