নয়াদিল্লি : আরও একবার সাফল্যের স্বাদ। কোপা আমেরিকা জিতে ভক্তদের ধন্যবাদ জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। এর পাশাপাশি নিজের চোট নিয়েও দিলেন বার্তা। কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালে চোট পেয়ে ৬৬ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় মেসিকে। তাঁর বিকল্প হিসাবে মাঠে নামেন নিকো গঞ্জালেজ।


ফাইনাল ম্যাচের কিক অফের পর থেকেই কলম্বিয়া বুঝিয়ে দেয়, লড়াই না করে ময়দান ছেড়ে যাওয়ার দল তারা নয়। বারবার ভয়ঙ্কর সব আক্রমণ তুলে আনে আর্জেন্তিনা বক্সে। আর্জেন্তিনার ফুটবলাররা তখন খেই পাচ্ছেন না। তবে পরে ধীরে ধীরে ম্যাচে ফেরে নীল-সাদা শিবির। বলের দখল বাড়ায়। একের পর এক আক্রমণ ঢেউয়ের মতো আছড়ে পড়ে কলম্বিয়া বক্সে। তবে কোনও পক্ষই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। আর্জেন্তিনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তারই মাঝে চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হয় মেসিকে। সেকেন্ড হাফে খেলার শুরু থেকেই অল্প খোঁড়াচ্ছেন বলে মনে হচ্ছিল মেসিকে। দ্বিতীয়ার্ধে সেই চোটের ভোগান্তি আরও বাড়ে। ফলে, ৬৬ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর পরিবর্তে অন্য খেলোয়াড় নামানো হয় মাঠে।


দেশের হয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর মতো ফুটবলারের পক্ষে মাঠের বাইরে থেকে দর্শকের মতো দেখার যে কি যন্ত্রণা তা আর বলার অপেক্ষা রাখে না। বেঞ্চে বসার সময় এজন্য তাঁকে কাঁদতেও দেখা যায়। যদিও তাঁর কান্না ভুলিয়ে দেন মার্তিনেজ। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জিওভানি লো সেলসোর পাস ধরে দুরন্ত গতিতে কলম্বিয়া বক্সে ঢুকে গোলার মতো শটে গোল করেন মার্তিনেজ়।


স্বভাবতই কোপা জিতে উচ্ছ্বসিত আটবার ব্যালন ডি'ওর জেতা মেসি। এরপরই ভক্তদের ধন্যবাদ জানাতে এবং নিজের চোট নিয়ে আপডেট দিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। 


মেসি লেখেন, 'কোপা আমেরিকা শেষ। প্রথমত, বার্তা পাঠানো এবং অভিবাদন জানানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমি ভাল আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, শীঘ্রই আবার মাঠে ফিরতে পারব। যেটা করতে সবথেকে ভালবাসি সেটাই উপভোগ করছি। আমি প্রচুর খুশি এই কারণে যে, আমরা সেই গোলটা পেয়েছি যেটা আমাদের ছিল। ফিডে (অ্যাঞ্জেল ডি মারিয়া) আরও একটা কোপা জিতে চলে যাচ্ছে। ও, ওটা এবং আমাদের মতো বড়রা আমরা ভীষণ উচ্ছ্বসিত। সঙ্গে রয়েছেন আরও সঙ্গীরা। যাঁরা ইতিমধ্যেই একাধিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন । ওঁদেরও অভিজ্ঞতা জুড়েছে। এর পাশাপাশি রয়েছে একগুচ্ছ তরুণ খেলোয়াড়। যাঁরা প্রতিটি বলে নিজেদের সর্বোচ্চ দিয়েছেন। আমরা একটা দল, একটা পরিবারও। চমৎকার একটা গ্রুপ। যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। এই জাতীয় দলটার প্রচুর বর্তমান ও ভবিষ্যৎ রয়েছে। চলো আর্জেন্তিনা যাওয়া যাক।'  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।