মাদ্রিদ: ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ (Euro Cup 2024) জিতেছে স্পেন (Spain Football)। গতকাল ফাইনালে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় তারা। প্রথমার্ধে গোলশূন্য় থাকার পর দ্বিতীয়ার্ধে শুরুতে গোল করে এগিয়ে যায় স্পেন। সেই গোল শোধও করে দেয় ইংল্য়ান্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। নির্ধারিত সময়ের বাঁশি বাজার কিছুক্ষণ আগে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করে ওয়ারজ়াবাল। তাঁর গোল নিয়ে নানা মহলে নানা মত রয়েছে যে অফসাইড মনে হচ্ছিল সেটি। কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায় যে গোলটি বৈধ ছিল। অবশেষে প্রথম দেশ হিসাবে ইউরো কাপে টানা ৭ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল স্পেন। ২০১২ সালের পর ২০২৪ ফের ইউরোপ সেরা দলের শিরোপা তাঁদের দখলে। কিন্তু শুধু ইউরো কাপই নয়। স্পেনের ঝুলিতে আছে এমন অনেক স্মরণীয় খেতাব। তার মধ্যে রয়েছে ২০১০ সালের বিশ্বকাপও। এক নজরে দেখে নিন বিশ্ব ফুটবলে স্প্যানিশ আর্মাডার রাজত্বের সাতকাহন--


২০১০ বিশ্বকাপ


স্পেন একমাত্র বিশ্বকাপ জিতেছে ২০১০ সালে। সেবার ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইকের ক্যাসিয়াসের দল। ম্য়াচের নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। এরপর অতিরিক্ত মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার গােলে খেতাব জিতে নেয় স্প্যানিশ শিবির। এই জয়ের সঙ্গে সঙ্গে একটা নজিরও গড়ে তারা। ইউরোপের প্রথম দল হিসেবে ইউরোপের বাইরে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ


স্পেন এখনও পর্যন্ত তিনবার ইউরোপিয়ান চ্য়াম্পিয়নশিপের খেতাব জিতেছে। ১৯৬৪ সালে প্রথমবার। সেবার আয়োজক দেশও ছিল স্পেনই। কিন্তু এপরের খেতাব আসে প্রায় ৪৪ বছর পর। ২০০৮ সালে ফের খেতাব জেতে স্পেন। ২০১২ সালেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তোলে স্প্যানিশ আর্মাডা। 


নেশন্স লিগ


২০২৩ সালে অর্থাৎ গতবছর উয়েফা নেশন্স লিগ জিতেছিল স্পেন। একমাত্র এই ট্রফিটা নিজেদের ক্যাবিনেটে ছিল না ইউরোপের সেরা এই ফুটবল দলটির। কিন্তু সেটিও চলে আসে। ফ্রান্সের পর একমাত্র দ্বিতীয় দল হিসেবে স্পেন বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগ জেতে।


অলিম্পিক্স গেমস


অলিম্পিক্সে একবারই স্পেন সোনা জিতেছে ফুটবলে। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিক্সে এই কৃতিত্ব অর্জন করে স্পেন। এছাড়া ২০০০ ও ২০২০ সালে অলিম্পিক্সে রুপো জেতে স্পেন।


কনফেডারেশন কাপ


এখনও পর্যন্ত স্পেন কনফেডারেশন কাপ জিততে পারেনি। ২০১৩ সালে রানার্স আপ হয়েছিল একবার মাত্র। ব্রাজিলের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা ফাইনালে। 


এছাড়াও ২০০৮-২০১৩ পর্যন্ত ছয় মরশুম টানা ফিফার সেরা দল হিসেবে পুরস্কৃত হয়েছিল স্পেন ফুটবল দল।