নয়াদিল্লি: ঘরের মাঠে মাত্র ১২ মিনিটেই গোল হজম করে অবনমনের আওতায় থাকা লুটনের বিরুদ্ধে শুরুটা একেবারেই হতশ্রী করেছিল লিভারপুল (Liverpool)। তবে এ মরশুমে বারংবার পিছিয়ে পড়েও কামব্যাক করেছে লিভারপুল। ফের একবার তেমন কিছুর আশাই করছিলেন লিভারপুল সমর্থকরা। হলও তাই। দ্বিতীয়ার্ধে দুরন্ত পারফরম্যান্সে লুটনকে কার্যত উড়িয়ে দিল প্রিমিয়ার লিগের (Premier League) বর্তমান লিডাররা। শেষমেশ ৪-১-র বিরাট স্কোরলাইনে জয় পেল লিভারপুল।


সপ্তাহান্তে চেলসির বিরুদ্ধে লিগ কাপের ফাইনাল। তবে সেই কথা মাথায় রেখে নয়, চোটের জেরে বাধ্য হয়েই নিজেদের গত সপ্তাহের একাদশে পাঁচ বদল ঘটিয়ে এদিন দল নামিয়েছিলেন লিভারপুল কোচ য়ুরগেন ক্লপ। ম্যাচের একেবারে শুরুতেই হু হু করে আক্রমণ গড়ে তোলে লিভারপুল। হার্ভি এলিয়টের পাস থেকে গোল করার বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন লুইস ডিয়াজ়। তবে তাঁর শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।


তবে শুরুটা ভাল করলেও প্রথম গোলটা করে লুটন। ম্যান ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে উঠে আসা তাহিত চংয়ের শট লিভারপুল গোলরক্ষক কেলেহার বাঁচালেও ফিরতি বল থেকে কার্যত ফাঁকা গোলে বল জড়িয়ে দেন ওগবেনে। প্রথমার্ধে লুইস ডিয়াজ়, কোডি গ্যাকপোরা লুটনের গোলরক্ষক কামিন্সকে তেমন বড় প্রশ্নের মুখে ফেলতেই পারেননি। ১-০ এগিয়েই বিরতিতে যায় লুটন।


তবে দ্বিতীয়ার্ধে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ডিয়াজ়ের দুইটি শট প্রতিহত হলেও, কর্নার থেকে বুলেট হেডারে লিভারপুলকে ৫৬ মিনিটে সমতায় ফেরান দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। সমতায় ফেরার মাত্র ১২৫ সেকেন্ডের ব্যবধানেই লিড পেয়ে যায় রেডসরা। এক্ষেত্রেও গোলের পাসটি আসে ম্যাকঅ্যালিস্টারের পা থেকে। জাতীয় দলের ম্যানেজার রোনাল্ডো কোম্যানের উপস্থিতিতে হেডারে গোল করেন ভ্য়ান ডাইকের স্বদেশীয় কোডি গ্যাকপো।


৭১ মিনিটে লুইস ডিয়াজ় লুটন রাইট ব্যাক মেঙ্গিকে মাটি ধরিয়ে কামিনস্কিকে প্রথমবারেই পরাস্ত করেন। ৩-১ এগিয়ে যায় লিভারপুল। এই গোলের সুবাদে এ মরশুমে ইউরোপের প্রথম ক্লাবের পাঁচ খেলোয়াড় ১০ গোলের গণ্ডি পার করল। ম্যাচে দলের জয় কার্যত সুনিশ্চিত দেখে ক্লপ জেমস ম্য়াককনেল, জেডেন ড্যানসের মতো তরুণদের মাঠে নামার সুযোগ করে দেন। ম্যাচ শেষ হওয়ার আগে এলিয়ট দলের হয়ে চার নম্বর তথা ম্যাচে শেষ গোলটি করেন।


এই জয় মিলিয়ে এ মরশুমে লিভারপুল পরাজয়ের জায়গা থেকে ২২ পয়েন্ট ঘরে তুলল। তারা আপাতত ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর্সেনাল ৫৫ পয়েন্টে তৃতীয়তে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পোর্তোর বিরুদ্ধে আর্সেনালের হার, নাপোলির সঙ্গে ড্র করল বার্সালোনা