লন্ডন: মরশুমের শেষদিনেই প্রিমিয়ার লিগ (Premier League 2023-24) খেতাব জয় সুনিশ্চিত হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগে লিগ তালিকায় এগিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। তবে ঠিক তাঁরা যেমন ২০১১-১২ সালে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে খেতাব জিতে নিয়েছিল, তেমনভাবেই আর্সেনাল (Arsenal) সিটিকে পিছনে ফেলে খেতাব জয়ের আশায় ছিল। তবে তা সম্ভব হল না। ইতিহাস গড়ে প্রথম দল হিসাবে নাগাড়ে চতুর্থবার প্রিমিয়ার লিগ জিতল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। খালি হাতেই মরশুম শেষ করতে হল আর্সেনালকে।


এভারটনকে ২-১ হারালেও, ম্যান সিটি ৩-১ ওয়েস্ট হ্যামকে হারানোয় তাঁরাই লিগ চ্যাম্পিয়ন হল। ৩৮ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে লিগ নিজেদের নামে করল সিটিজেনরা। ৮৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে শেষ করল আর্সেনাল। লিভারপুল ৮২ পয়েন্টে তৃতীয় হল। ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে শেষ ইংরেজ দল হিসাবে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল অ্যাস্টন ভিলা।


এদিন মাত্র ৭৮ সেকেন্ড খেলা হওয়ার পরেই ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যান সিটিকে ম্যাচে এগিয়ে দেন ফিল ফডেন। ম্যাচের ১৮ মিনিটে এ মরশুমে লিগের সেরা ফুটবলার নির্ধারিত হওয়া ফডেন সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ওয়েস্ট হ্যামের হয়ে মহম্মদ কুদুস এক গোল শোধ করেন। ৪২ মিনিটে কুদুসের গোলে আর্সেনাল সমর্থকদের আশা বাড়ে। ঠিক সেই সময়েরই আশেপাশে ইদ্রিসা গানা গের গোলে আর্সেনাল পিছিয়ে পড়লেও, গানার্সদের ৪৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরান টমিআসু। 


 






কিন্তু দ্বিতীয়ার্ধ শেষ হতেই ৫৯ মিনিটে রদ্রি সিটির হয়ে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন। শেষমেশ ৩-১ স্কোরলাইনেই শেষ হয় এই খেলা। অপরদিকে, আর্সেনালও ম্যাচে দীর্ঘ সময় ধরে জয়সূচক গোলের খোঁজেই ছিল। শেষমেশ ৮৯ মিনিটে কাই হ্যাভাৎজ়ের গোলে ২-১ উত্তর লন্ডনের ক্লাব জয় সুনিশ্চিত করলেও, খেতাব খোয়াতেই হল। লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করল আর্সেনালের চিরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার। ছয়ে চেলসি। ব্রাইটনকে ২-০ হারালেও লিগে আটে শেষ করল ম্যান ইউনাইটেড।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: কমেছে গোলের সংখ্যা, কোন স্ট্রাইকাররা নজর কাড়লেন আইএসএলে?