কলকাতা: তাঁর সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) সুসম্পর্ক। কোহলির ডাকে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্র্যাক্টিসেও হাজির হয়ে গিয়েছিলেন। আরসিবি (IPL 2024) ক্রিকেটারদের উৎসাহ দিতে। তাঁদের ফিটনেস টিপস শেয়ার করতে।


সেই সুনীল ছেত্রী (Sunil Chhetri) অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ১৯ বছরের বর্ণময় কেরিয়ারে ইতি টানছেন কিংবদন্তি। তবে সিই সিদ্ধান্ত ঘোষণার আগে কথা বলেছেন কোহলির সঙ্গেও।


সামনেই কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ ভারতের। সেই ম্যাচই সুনীলের কেরিয়ারের শেষ ম্যাচ। তার আগে ভুবনেশ্বরে চলছে জাতীয় দলের শিবির। সেখান থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সুনীল বলেছেন, 'অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলির সঙ্গে কথা বলেছিলাম। ও আমার খুবই ঘনিষ্ঠ। আমি ওর সঙ্গে আলোচনা করেছিলাম কারণ জানতাম এই বিষয়টা ও-ই সবচেয়ে ভাল বুঝবে।'


কোহলিও জানিয়েছেন যে, সুনীলের অবসর নিয়ে তাঁর সঙ্গে আগেই কথা হয়েছিল। আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত বিরাট। তার ফাঁকেই আরসিবির ইনসাইডার শোয়ে কোহলি বলেছেন, 'ও সত্যিই আমার খুব প্রিয় বন্ধু। ও আমাকে মেসেজ করেছিল। জানিয়েছিল ও অবসরের সিদ্ধান্ত নিতে চলেছে। আমার মনে হয়েছে এই সিদ্ধান্তটা ও মন থেকে নিয়েছে। গত কয়েক বছর ধরেই ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়েছে। আমি ওকে শুভেচ্ছা জানিয়েছি। দারুণ মানুষ ও।'


আন্তর্জাতিক ফুটবলে সুনীলের শুরুটা হয়েছিল ২০০৫ সালে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল। আর সেই ম্যাচেই গোল করেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ ১৯ বছর। ভারতের তরুণ সেই ফুটবলার পরবর্তীকালে হয়ে ওঠেন জাতীয় দলের কিংবদন্তি। দেড়শো ম্যাচ। ৯৪ গোল। ভারতের জার্সিতে সর্বকালীন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গোলদাতাদের তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতীয় তারকা। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইরানের আলি দাই ও আর্জেন্তিনার লিওনেল মেসির পরেই। যে কারণে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও আলাদা করে ছবি দিয়ে সুনীলের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।


বৃহস্পতিবার সেই সুনীল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন। আগামী ৬ জুন সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় দলের জার্সিতে সুনীলের শেষ ম্যাচ।


আরও পড়ুন: রোনাল্ডো-মেসিদের সঙ্গে টক্কর, সুনীল ছেত্রীর চোখে নিজের সেরা গোল কোনটা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।