নয়াদিল্লি: বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) নাম বললেই সর্বপ্রথম তাঁর নামই মনে পড়ে। দলের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছেন মার্কো রয়েস (Marco Reus)। একাধিক বড় দলের প্রস্তাব নাকচ করে ১২ বছর ডর্টমুন্ডের জার্সিতে খেলেছেন। তবে সেই সুদীর্ঘ সফরের সমাপ্তি ঘটতে চলেছে। চলতি মরশুম শেষেই ডর্টমুন্ড ছাড়তে চলেছেন রয়েস।
আজ, শুক্রবার, ৩ মে ডর্টমুন্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে চলতি মরশুম শেষেই ক্লাব ছাড়ছেন জার্মান তারকা। তাঁর চুক্তি এ মরশুমের সঙ্গে সঙ্গেই সমাপ্ত হচ্ছে। ডর্টমুন্ড এবং রয়েস পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তই নিয়েছে। ৩৪ বছর বয়সি তারকা ডর্টমুন্ডের যুব দলের অঙ্গ ছিলেন। যুব দল ও সিনিয়র দল মিলিয়ে মোট ২১ বছর ডর্টমুন্ডে কাটিয়েছেন রয়েস। তবে কেরিয়ারের শেষ পর্বে নতুন চ্যালেঞ্জের খোঁজেই তিনি এবার ডর্টমুন্ডকে বিদায় জানাতে চলেছেন। তাঁর দল ছাড়ার সঙ্গে সঙ্গে যে এক সুবর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে, তা বলাই বাহুল্য।
ডর্টমুন্ড অধিনায়ক এক আবেগঘন বার্তায় জানান, 'বরুসিয়া ডর্টমুন্ডে এই অসাধারণ সময় কাটাতে পেরে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আমি আমার জীবনের অর্ধকের বেশি সময় ডর্টমুন্ডে কাটিয়েছি এবং কঠিন সময় আসলেও, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। মরশুম শেষে বিদায় জানানোটা যে নিঃসন্দেহে কঠিন হবে, সেটা আমি জানি। তবে গোটা বিষয়টা নিয়ে আর কোনও জট নেই, যেটা খুবই ভাল বিষয়। মরশুমে শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে এবং আমরা বড় কিছু জিততে পারি। আমি এই দীর্ঘ সময় ধরে দুরন্ত সমর্থনের জন্য আমাদের সকল সমর্থককে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।'
দলের হয়ে ৪২৪টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৬৮টি গোল করেছেন রয়েস, ১২৮টি গোলের পাস বাড়িয়েছেন তিনি। জিতেছেন দুই কাপ এবং দুইটি সুপার কাপ। বুন্দেশলিগা জেতার স্বপ্ন অধরাই রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতে শেষটা স্বপ্নের মতো করার সুযোগ রয়েছে রয়েসের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ শেষে তাঁরা প্যারিস সঁ-জরমেঁর বিরুদ্ধে ১-০ এগিয়ে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ট্রেবল জয়ের পথে মোহনবাগানের অন্তরায় মুম্বই সিটি, কোথায়, কখন দেখবেন আইএসএল ফাইনালের মহারণ?