কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষামাত্র, তারপরেই শুরু হয়ে যাবে আইএসএলের (ISL 2023-24) খেতাবি লড়াই। সম্মুখসমরে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। এবারের টুর্নামেন্টের সর্বসেরা দল দু'টিই খেতাবি লড়াইয়ে মাঠে নামতে চলেছে।


চলতি মরশুমে দুই দলই ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছে। লিগপর্ব শেষে এই দুই দলই তালিকার প্রথম দুই স্থানে ছিল। লিগের শেষদিন ঘরের মাঠে মুম্বই সিটি এফসিকে হারিয়েই লিগ শিল্ড ঘরে তুলেছিল মোহনবাগান। ১৮ দিন আগে যুবভারতীতেই মুম্বই সিটির বিরুদ্ধে ২-১ জিতেছিল মোহনবাগান। এবার সবুজ মেরুনের সামনে ট্রেবল জয়ের লক্ষ্য। তিমধ্যেই ডুরান্ড কাপ ও লিগ শিল্ড ঘরে ঢুকেছে। এবার আইএসএল খেতাব জিতলেই হ্যাটট্রিক সম্পূর্ণ। মাত্র দ্বিতীয় দল হিসাবে লিগ শিল্ড ও আইএসএল জয়ের হাতছানি আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের সামনে। মুম্বই সিটি এফসির কৃতিত্বেই ভাগ বসানোর সুযোগ মোহনবাগানের সামনে।


সবুজ মেরুন কিন্তু দুরন্ত ছন্দেও রয়েছে। হাবাসের তত্ত্বাবধানে সবুজ মেরুন ১২টি ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে। এবার তাদের সামনে এ মরশুমে ট্রেবল জয়ের সুযোগ। তবে আইল্যান্ডাররা কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। মোহনবাগানের শক্তিশালী আক্রমণ বিভাগ কিন্তু মুম্বই সিটি এফসির রক্ষণের সামনে কড়া চ্যালেঞ্জে পরবে। রাহুল ভেকেরা সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে গোলের তেকাঠির মাত্র একটি শটই রাখতে দিয়েছিল। মুম্বই সিটি লিগে সর্বাধিক ২১টি ক্লিনশিট নিয়েই মরশুম শেষ করে। তাই পেত্রাতোসদের সামনে যে চ্যালেঞ্জটা কঠিন। তা বলাই বাহুল্য। দর্শকরা সপ্তাহান্তে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকতেই পারেন। 


কাদের ম্যাচ


আইএসএল ফাইনালে শনিবার, ৪ মে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।


কখন খেলা?


ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০টা নাগাদ।


কোথায় খেলা?


কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের খেতাবি লড়াইটি আয়োজিত হবে। 


কোথায় দেখবেন?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮, কালার্স বাংলা সিনেমায়।


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আইএসএলের মেগা ফাইনালে শনিবার নজরে থাকবেন যে ভারতীয়রা