লিভারপুল: বর্তমান বিশ্বের ফুটবল জগতের সর্বসেরা ফুটবলারদের তালিকায় একেবারে শীর্ষ সারিতে নাম আসবে মহম্মদ সালার (Mohamed Salah)। লিভারপুল তথা মিশরের মহাতারকা ফুটবলার জগতজোড়া খ্যাতি, অগণিত সমর্থক। সেই সালাই এবার গর্জে উঠলেন, তাও আবার ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফার বিরুদ্ধে।

মহম্মদ সালা স্বল্পভাষী। তিনি সচরাচর ফুটবল পিচেই জবাবটা দিতে পছন্দ করেন। অনেক সামাজিক ইস্যুতে তাঁর নিস্তব্ধতার ফলে তিনি কোনও কোনও ক্ষেত্রে সমালোচিতও হয়েছেন। তবে এবার যেন নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে একেবারে ফেটে পড়লেন সালা। ঘটনাটা ঠিক কী? উয়েফার তরফে প্রতিভাবান ফুটবলার সুলেমান আল-ওবিদের মৃত্যু সংবাদ প্রকাশ করে একটি পোস্টে শোকজ্ঞাপন করা হয়েছিল। 'প্যালেস্টাইনের পেলে' নামে খ্যাত সুলেমানের মৃত্যু সংবাদের এই পোস্টই সালা পাল্টা শেয়ার করে প্রশ্ন করেন, 'আমাদের বলতে পারেব কীভাবে, কোথায় এবং কেন মারা গেল ও?' 

 

 

বুধবার প্যালেস্টাইন ফেডারেশনের তরফে জানানো হয় ৪১ বছর বয়সি সুলেমান বেশ কয়েকজনের সঙ্গে মিলে ত্রানের অপেক্ষা করছিলেন। তখনই ইজরায়েলের তরফে আক্রমণ শানানো হয় এবং তাতেই মারা যান সুলেমান। তিনি প্যালেস্টাইনের সেরা ফুটবল প্রতিভাগুলির মধ্যে অন্যতম ছিলেন যিনি শতাধিক গোল করেছেন। দেশের জার্সিতে ২৪টি ম্যাচও খেলেন তিনি। তবে আর তাঁকে ফুটবল মাঠে বল পায়ে দেখা যাবে না। এই ঘটনার বিরুদ্ধে সালা গর্জে উঠেন। সুলেমান নিজের স্ত্রী ও পাঁচ সন্তানকে ছেড়ে গেলেন।

প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সুলেমান কম করে ৬৬২ জন অ্যথলিটদের মধ্যে একজন যাঁরা নিজেদের প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে ৪২১ জন ফুটবলার। গাজায় ফেডারেশনের হেডকোয়ার্টার সমেত মোট ২৮৮টি ক্রীড়া ফেসিলিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

ম্যান ইউনাইটেডের নতুন স্ট্রাইকার

 ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মরশুম শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে। প্রতিটি দলই নতুন মরশুমের আগে নিজেদের দলের শক্তি বাড়িয়ে নিতে তৎপর। আলেকজান্ডার ইসাক থেকে ভিক্টর গিকোরেস, এই ট্রান্সফার উইন্ডোতে স্ট্রাইকারদের নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। সেই চর্চিত স্ট্রাইকারদের মধ্যে অন্যতম হলেন বেঞ্জামিন সেসকো (Benjamin Sesko)। দীর্ঘদিন ধরে তাঁকে দলে নিতে দুই ইউনাইটেড, নিউক্যাসেল ও ম্যাঞ্চেস্টারের (Manchester United) মধ্যে দড়ি টানাটানি চলছিল। শেষমেশ সেই লড়াইয়ে জিতল রেড ডেভিলসরা। ম্যান ইউনাইটেডের হয়ে সই করলেন সেসকো।