কলকাতা: ওড়িশা এফসি-র (Odisha FC) মতো আইএসএলের অন্যতম সেরা ও আক্রমণাত্মক দলের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে খুশি মহমেডান এসসি-র (Mohammedan Sporting) রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov)। তাঁর মতে, শুক্রবার ঘরের মাঠে তাঁরা জিততেও পারতেন। কিন্তু ভাগ্যের সঙ্গ না পাওয়ায় তা সম্ভব হয়নি।


শুক্রবার কলকাতার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের (ISL) সেরা ছয়ে থাকা ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে পাঁচ ম্যাচ পরে একটি পয়েন্ট অর্জন করে মহমেডান এসসি। এ দিন দিয়েগো মরিসিওরা শুধু যে গোল করতে পারেননি, তা-ই নয়, সারা ম্যাচে একটি শটও গোলে রাখতে পারেননি। বরং মহমেডানের দুই বিদেশির একটি শট ও একটি হেড বারে ধাক্কা না খেলে হয়তো এই ম্যাচ থেকে কলকাতার দলই তিন পয়েন্ট অর্জন করতে পারত।


লিগের সর্বোচ্চ গোলদাতাদের অন্যতম কলিঙ্গবাহিনীর বিরুদ্ধে এই ফলে খুশি রাশিয়ান কোচ বলেন, 'আমি আমার দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আইএসএলের অন্যতম সেরা দলের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে তারা। মান এবং ফুটবলের দিক থেকে ওড়িশা এফসি সম্ভবত সেরা দলগুলির অন্যতম, বিশেষ করে বল দখলে রাখার ক্ষেত্রে। এমন দলের বিরুদ্ধে আমরা আজ খুব ভাল খেলেছি। আমরা দেখিয়ে দিয়েছি আমরা কতটা শক্তিশালী।'


চেরনিশভের মতে, ভাগ্যের সহায়তা পেলে হয়তো ম্যাচ জিততে পারত তাঁর দল। বলেন, 'দলের ছেলেরা গত কয়েক দিন অনেক পরিশ্রম করেছে। কিন্তু কখনও কখনও হয়তো ভাগ্য আমাদের সঙ্গে থাকেনি। কখনও বল গোলে ঢোকেনি, কখনও আমরা গোলরক্ষক বা এক ডিফেন্ডারের বিপক্ষে উদ্বেগে গোল মিস করেছি। এটা সম্ভবত আত্মবিশ্বাসের ঘাটতি। আসলে এতগুলো ম্যাচ হারার পর খেলোয়াড়রা কিছুটা মনোবল হারিয়ে ফেলে। এখন হয়তো কেউ কেউ বিশ্বাস করতে পারছে না যে তারা ভাল খেলোয়াড়। কিন্তু ব্যাপারটা এমনই। তবে আমি আশা করি, নতুন বছরে আমরা গোল করা শুরু করব।'


এ দিন সারা ম্যাচে ১২টি গোলের সুযোগ তৈরি করে মহমেডান এসসি। প্রতিপক্ষের বক্সে দশবার বল ছোঁয় তারা। সেখানে প্রতিপক্ষের বক্সে ১৫ বার বল ধরা সত্ত্বেও পাঁচটির বেশি সুযোগ তৈরি করতে পারেনি কলিঙ্গবাহিনী। মহমেডানের অভিজ্ঞ গোলকিপার পদম ছেত্রীকে এ দিন একটিও বল সেভ করতে হয়নি। ওড়িশার গোলকিপার অমরিন্দর সিংকে অবশ্য দু’বার গোলমুখী শট আটকাতে হয়েছে। মহমেডানকে হয়তো কম গুরুত্ব দেওয়ার খেসারতই দিতে হয় ওড়িশাকে। পাঁচ ম্যাচে পয়েন্টহীন থাকার পর এ দিন ষষ্ঠ পয়েন্ট অর্জন করে সাদা-কালো ব্রিগেড।


দল ছন্দে ফেরার পর এ দিন মহমেডান কোচ ফের বলেন, 'আগেও বলেছি, আমাদের সময় দরকার, শুধু সময়। প্রতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়ে এবং তখন খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করে তারা দুর্দান্ত কিছু করতে পারে। এখন আমাদের ভাবতে হবে পরবর্তী ম্যাচের জন্য। কারণ, কিছু খেলোয়াড় কার্ড সমস্যার জন্য পরের ম্যাচে খেলতে পারবে না, আবার কিছু খেলোয়াড়ের চোট রয়েছে। কয়েকদিনের মধ্যেই আমাদের ফিজিওর রিপোর্ট থেকে এই ব্যাপারে আমরা জানতে পারব। তখন বোঝা যাবে পরবর্তী ম্যাচের (৩ জানুয়ারি, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে) জন্য কী প্রস্তুতি নিতে হবে। তবে এই ড্র অবশ্যই পরবর্তী ম্যাচের জন্য আমাদের আরও আত্মবিশ্বাস জোগাবে।'


জানুয়ারির দলবদলে দলে পরিবর্তন চান চেরনিশভ। সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠলে তিনি জানান, 'আমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলাম। তাদের জানিয়েছি, আমি কী চাই। আমি তাদের সব কিছুই বলেছি। তাদের কাছে তালিকা আছে এবং তারা অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে দলে আনতে চেষ্টা করছে।' (সৌ: আইএসএল)


আরও পড়ুন: ধারার ব্যাটে ঝড়, রেলকে বেলাইন করে ফাইনালে বাংলার মেয়েরা, ট্রফির স্বপ্ন দেখা শুরু



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।