East Bengal vs Mohun Bagan: ডার্বিতে অতীত পারফরম্যান্স মূল্যহীন, ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে দাবি মোহনবাগান কোচের

ABP Ananda Updated at: 18 Oct 2024 09:18 PM (IST)
Edited By: Rishav Roy

Kolkata Derby: কলকাতা ডার্বির আগে বর্তমানে লিগ তালিকায় লাস্ট বয় ইস্টবেঙ্গল, আর মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে চার নম্বরে।

সবুজ-মেরুনের সব ফুটবলারই আপাতত ফিট বলে জানান মোলিনার (ছবি: আইএসএ এক্স)

NEXT PREV

কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভাল না, টানা চার ম্যাচে হারার পরে কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলতে নামছে তাঁরা। ফলে শনিবার যুবভারতীতে মোহনবাগান সুপার জায়ান্টই (Mohun Bagan Super Giant) ফেভারিট হিসাবে মাঠে নামবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু তাদের সাম্প্রতিক পারফরম্যান্স যেমনই হোক, প্রতিপক্ষকে কম গুরুত্ব দেওয়ার ভুল করতে চান না মোহনবাগানের কোচ। তাঁর বিশ্বাস, ইস্টবেঙ্গল গত চার ম্যাচে যেমনই খেলুক না কেন, ডার্বি জেতার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবে তাঁরা। তাই নিজেদের সে ভাবেই প্রস্তুত করছে সবুজ-মেরুন বাহিনী।     











শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মোহনবাগান কোচ হোসে মোলিনা (Jose Molina) বলেন, 'ইস্টবেঙ্গল কেমন খেলছে, কটা ম্যাচ হেরেছে, ওদের কোচ আছে কি না, সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে আমার দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের ব্যাপার তো আর আমার হাতে নেই। তবে ওদের শ্রদ্ধা করি। শুরুর দিকের ম্যাচগুলোতে ওরা ভাল ফল করতে পারেনি ঠিকই। ডার্বির আগে কে কেমন ফল করেছে, সেটা কোনও ব্যাপার নয়। কারণ, এই ম্যাচে দুই দলই লড়াই করার জন্য মাঠে নামে। দুই দলেই ভাল খেলোয়াড় আছে। কাল জেতার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন। আমাদের তা আছে। মনে হয়, কাল ওরাও জেতার জন্য মরিয়া হয়ে উঠবে'। 


সমর্থকদের জন্য সুখবর দিয়ে এ দিন মোলিনা জানান, তাঁর দলের প্রত্যেক খেলোয়াড় ফিট ও শনিবার মাঠে নামার জন্য তৈরি। 'আমি খুশি যে দলের সবাই কালকের ম্যাচের জন্য তৈরি এবং সুস্থ। আর একটা প্র্যাকটিস সেশন করব আমরা। আশা করি তার পরেও সবাই সুস্থই থাকবে। একটা ভাল ম্যাচ খেলার জন্য দলের ছেলেরা মুখিয়ে আছে। সম্ভবত ভারতের সেরা ফুটবল ম্যাচ এটাই। সেরা এগারো বেছে কাল মাঠে নামাব, যাতে ম্যাচটা জিততে পারি। আমার কাছে বেঞ্চের খেলোয়াড়রাও সমান গুরুত্বপূর্ণ। আশা করি কাল জিতব'। 


প্রায় দু’সপ্তাহের আন্তর্জাতিক অবকাশের পর তরতাজা হয়ে শনিবার ডার্বিতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই অবকাশে নিজেদের আরও উন্নত করে তুলেছেন বলে জানিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, 'আন্তর্জাতিক অবকাশের সময় আমাদের কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়। বাকিরা এখানে অনুশীলন করছিল। এর মধ্যে ভাল অনুশীলন করেছি আমরা। ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে আমাদের কাছে শেষ ম্যাচটা আর ততটা গুরুত্বপূর্ণ নয়, এখন কালকের ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ। সবাই ফিট। আমাদের পরিশ্রম করতে হবে। কারণ, ইস্টবেঙ্গল ভাল দল। ওদের হারাতে ভাল খেলতে হবে আমাদের'। 


ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি বরাবরই মোহনবাগানের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে সে জন্য অবশ্য নিজেদের খেলার স্টাইল বদলাতে রাজি নন মোলিনা। একই রকম আক্রমণাত্মক ফুটবলই তাঁরা খেলবেন বলে সাফ জানিয়ে দিলেন তিনি। স্প্যানিয়ার্ড বলেন, 'আমরা যে রকম স্টাইলে খেলি, সে রকম স্টাইলেই খেলব। উল্টোদিকে ইস্টবেঙ্গল আছে বলে কিছু পরিবর্তন হবে না। আক্রমণাত্মকই খেলব, রক্ষণ যতটা সম্ভব আঁটো সাঁটো করে রাখব। গোল করতে হবে। ম্যাচ যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। ইস্টবেঙ্গলও নিশ্চয়ই ওদের অস্ত্রগুলো ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে। তবে আশা করি, আমরা যথাসম্ভব সেরা খেলাটাই খেলব'। 


ডার্বি নিয়ে গত কয়েকদিন ধরে সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা দেখে বাগান কোচ বলেন, 'আমার একমাত্র লক্ষ্য জয়। আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। গত কয়েক দিনে সমর্থকেরা আমাকে শুধু জেতার কথাই বলেছে। জিতলেই সবাই খুশি হবে। এটাই আমাদের মাথায় রাখতে হবে। সে জন্য ৯০ মিনিট ধরে প্রচুর খাটতে হবে'। 


তবে দলের ফুটবলারদের বাড়তি চাপ নিতে বারণ করেছেন মোহনবাগান কোচ। তাঁদের কাছে গুরুর পরামর্শ, 'খেলোয়াড়দের সব সময় বলি, কোন ম্যাচ, কার বিরুদ্ধে খেলছ, সেটা কোনও ব্যাপার নয়। পরিশ্রম করো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ভুল হতেই পারে। কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতেই হবে। মাঠে প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করো'। 


ডার্বির উত্তাপ যতই বাড়ছে, সমর্থকদের মধ্যে টেনশন ততই বাড়ছে ঠিকই। কিন্তু বাগান বাহিনীর স্প্যানিশ কোচ বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। বলেন, 'আমি কোনও কিছু নিয়েই চিন্তিত নই। আমার দল কেমন খেলবে, সেটাই আমার কাছে একমাত্র চিন্তার বিষয়। প্রতিপক্ষ নিয়ে আমার কোনও চিন্তা নেই। কোনও চাপও নেই। কলকাতায় এসে প্রথম ডার্বিতে দল নামানোর আগে আমি রোমাঞ্চিত, গর্বিত। আমি চাই দলের ছেলেরা ম্যাচটা উপভোগ করুক। আমি জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করতে চেষ্টা করি'। 


মহমেডানের বিরুদ্ধে তিন গোলে জেতা ম্যাচের প্রথম এগারোই লিগে তাঁর অন্যতম সেরা কম্বিনেশন কি না, জানতে চাইলে মোলিনা উত্তর দেন, 'গত ম্যাচ এখন অতীত। সেই ম্যাচের পক্ষে ওই এগারোজনই সঠিক বাছাই ছিল। কালকের ম্যাচে হয়তো আরও একটা পারফেক্ট কম্বিনেশন দেখতে পাবেন। প্রতি ম্যাচেই এটা বদলাতে পারে। আইএসএল দীর্ঘ লিগ। এ রকম একটা লিগে কোনও নির্দিষ্ট এগারোজনকেই রোজ মাঠে নামানো সম্ভব না। আমার দলে ২৪ জনই প্রথম দলে খেলার মতো। তাদের সবাইকেই খেলাতে চাই'। 











(তথ্য: আইএসএল মিডিয়া)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কিলিয়ান এমবাপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, প্রতিক্রিয়ায় কী বললেন রিয়াল মাদ্রিদ তারকা? 

Published at: 18 Oct 2024 09:18 PM (IST)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.