গুয়াহাটি: ইন্ডিয়ান সুপার লিগে রবিবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। যে ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না দলের রক্ষণের অন্যতম দুই প্রধান প্রহরী আলবার্তো রড্রিগেজ ও শুভাশিস বসু। মোহনবাগানের রক্ষণে দেখা যেতে পারে আশিক কুরুনিয়ানকে (Ashique Kuruniyan)। যিনি চোট সারিয়ে মাঠে ফিরলেও যথেষ্ট সময় মাঠে থাকার সুযোগ পাচ্ছেন না। পছন্দের জায়গায় খেলতে না পারলেও তিনি মাঠে নামাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।
শুভাশিসের জায়গায় খেলার সম্ভাবনা নিয়ে শনিবার আশিক সাংবাদিকদের বলেছেন, 'শুভাশিসের জায়গা নিতে বললে কোনও আপত্তি নেই। আমার কাছে যতটা সম্ভব বেশি সময় মাঠে থাকা এখন বেশি গুরুত্বপূর্ণ। কোথায়, কোন ভূমিকায় খেলব, সেটা আমার কাছে বড় কথা নয়। যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। লেফট ব্যাক হিসেবে খেলাই আমি বেশি পছন্দ করি। বেঙ্গালুরু এফসি-তে এটাই আমার জায়গা ছিল। তবে সবচেয়ে ভাল লাগে স্ট্রাইকার হিসেবে খেলতে।'
জিথিন এম এস-এর মতো তুখোড় উইঙ্গারকে আটকানোর কাজ দেওয়া হতে পারে তাঁকে, শুনে আশিক বলেন, 'আমি এই ম্যাচে শেষ পর্যন্ত খেলব কি না জানি না। তবে জিথিন খুবই ভাল খেলোয়াড়। আমাকে যে নির্দেশ দেওয়া হবে, তা অক্ষরে অক্ষরে পালন করব।'
মোহনবাগান দলে জায়গা পাকা করা যে খুবই কঠিন চ্যালেঞ্জ, তা জানিয়ে কেরলের তারকা ফুটবলার বলেন, 'আমাদের দলটা বড় এবং প্রত্যেক খেলোয়াড়ই ভাল। প্রতি পজিশনে একাধিক ভাল খেলোয়াড় আছে। তাই আমাকে জায়গা পাকা করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। প্রতিদিন অনুশীলনে আমাকে সেরাটা দিতে হয়। এতে অবশ্য আমারই ভাল হচ্ছে। যাদের সঙ্গে আমার লড়াই, তাদেরও ভাল হচ্ছে। আশা করি, দলে নিয়মিত জায়গা পাব।'
আরও পড়ুন: বাংলা দলের সঙ্গেই বেঙ্গালুরুতে শামি, অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে বড় আপডেট
দীর্ঘ এক বছর মাঠের বাইরে থেকে চোট সারিয়ে মাঠে ফেরার অনুভূতি নিয়ে তিনি বলেন, 'গুরুতর চোট সারিয়ে অনেক দিন পর ফিরে আসাটা সব সময়ই কঠিন। তবে এটা খেলারই অঙ্গ। দু-তিন বছর আগেও আমার এ রকম চোট হয়েছিল। তাই এটা আমার কাছে বিশাল ব্যাপার নয়। এক বছর মাঠে ছিলাম না। তবে মাঠে ফিরতে পেরে খুব ভাল লাগছে। এ জন্য ক্লাব আমাকে অনেক সাহায্য করেছে। ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সবাই। আমি খুব ভাল জায়গায় রিহ্যাব করতে পেরেছি। এটা ক্লাবের জন্যই হয়েছে। এ জন্য প্রয়োজন হলে সারা জীবন মোহনবাগান ক্লাবে থাকতে পারি আমি।' (সৌ: আইএসএল)
আরও পড়ুন: হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন সিরাজ, নিন্দায় সরব গাওস্কর