কলকাতা: যশপ্রীত বুমরাও (Jasprit Bumrah) যেন মাঝে মধ্যে একা হয়ে পড়ছেন। নিতে হচ্ছে অতিরিক্ত দায়িত্ব। ভারতীয় দলের বোলিংকে নেতৃত্ব তো দিচ্ছেনই, প্রতিপক্ষকে অল আউট করার মিশনে বুমরাই যেন অধিনায়ক রোহিত শর্মার একমাত্র ভরসা। যা দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আক্ষেপ করছেন, ইশশশ। বুমরার পাশে যদি একটা মহম্মদ শামি (Mohammed Shami) থাকত। আরও ধারাল হতো ভারতীয় পেস আক্রমণ। প্রতিপক্ষ শিবির আতঙ্কে ভুগত।
বুমরার পাশে কবে দেখা যাবে মহম্মদ শামিকে? বর্ডার-গাওস্কর সিরিজের মাঝপথেই কি ভারতীয় দলে যোগ দিচ্ছেন ডানহাতি পেসার? কবে রওনা হচ্ছেন অস্ট্রেলিয়ার উদ্দেশে?
শামিকে নিয়ে এক ঝাঁক প্রশ্ন। জল্পনার শেষ নেই। যদিও বাংলা টিম ম্যানেজমেন্ট বলছে, শামি রয়েছেন বেঙ্গালুরুতে দলের সঙ্গেই। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে ৯ ডিসেম্বর, সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলবে বাংলা। সেই ম্যাচে বাংলার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন শামিই।
বাংলা শিবির থেকে যা ইঙ্গিত দেওয়া হল, তাতে ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্টে শামির খেলার কোনও সম্ভাবনাই নেই। বাংলার অন্যতম নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার সতীন্দ্র সিংহ এবিপি আনন্দকে বললেন, 'সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের নক আউট পর্বে শামি বাংলার হয়ে খেলবে। ও দলের সঙ্গেই বেঙ্গালুরুতে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ওর অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে এখনও আমাদের কিছু জানানো হয়নি।'
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের নক আউটে পৌঁছে গিয়েছে বাংলা দল। তবে সরাসরি কোয়ার্টার ফাইনালে নয়, বাংলাকে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হবে। ৯ ডিসেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। প্রতিপক্ষ মনন ভোরা, সন্দীপ শর্মার চণ্ডীগড়। সেই ম্যাচ জিতলে ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা। ১৩ ডিসেম্বর সেমিফাইনাল ও ১৫ ডিসেম্বর ফাইনাল রয়েছে বেঙ্গালুরুতেই।
আরও পড়ুন: হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন সিরাজ, নিন্দায় সরব গাওস্কর
বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, 'শুক্রবারই শামি বাংলা দলের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। শনিবার আমাদের ঐচ্ছিক প্র্যাক্টিস ছিল। শামি বিশ্রাম নিয়েছে। ওর সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও, ট্রেনাররা রয়েছেন। সব সময়ই ওকে পর্যবেক্ষণ করা হচ্ছে।'
জানা গেল, বাংলার হয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল ও সেই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল খেলছেনই শামি। বাংলা যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তখনও শামিকে পাওয়া যেতে পারে। কারণ, শামিকে যত বেশি সম্ভব ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাইছে ভারতীয় দল। অবশ্য বাংলা যদি আগেই বিদায় নেয়, তাহলে বেঙ্গালুরু থেকেই শামি উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে খেলবেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে ভারত। ২৬ ডিসেম্বর থেকে। শেষ টেস্ট সিডনিতে, পরের বছর ৩ জানুয়ারি থেকে শুরু। সব কিছু ঠিকঠাক চললে সেই দুই ম্যাচে দেখা যেতে পারে বঙ্গ পেসারকে।
আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ