অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের জার্সিতে খেলছেন হর্ষিত রানা। সেই হর্ষিত, যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আগ্রাসন দেখিয়ে শিরোনামে উঠে এসেছিলেন। হেনরিখ ক্লাসেনকে আউট করে চুমু ছুড়ে দিয়েছিলেন। মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।
অ্যাডিলেডে (India vs Australia) দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে উইকেটহীন হর্ষিত। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে ধুন্ধুমার বাঁধালেন মহম্মদ সিরাজ। যিনি প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চার উইকেট নিয়েছেন।
গোলাপি বলে দিন-রাতের টেস্টে ১৪১ বলে ১৪০ রানের ইনিংস খেলে ম্যাচের রং পাল্টে দিয়েছেন হেড। ভারতকে দেখলেই যিনি জ্বলে ওঠেন। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হোক বা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ভারতের বিরুদ্ধে ঈর্ষণীয় সাফল্য হেডের। শনিবার সেই হেডের ক্যাচই ফেলেছিলেন সিরাজ। হেডের রান তখন ৭৬। অশ্বিনের বলে মিড অন ও লং অনের মাঝে তাঁর ক্যাচ ফেলেন সিরাজ।
শেষ পর্যন্ত ইয়র্কারে হেডকে বোল্ড করে আগ্রাসন দেখান সিরাজ। হায়দারাবদের পেসারকে দেখা যায় উত্তেজিতভাবে হাত নেড়ে হেডকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করছেন। সেটা দেখে মেজাজ হারান হেডও। সিরাজের উদ্দেশে তিনিও মন্তব্য করেন। মাঠে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
যদিও সিরাজের আচরণের নিন্দা শোনা গিয়েছে ভারতেরই কিংবদন্তি সুনীল গাওস্করের মুখে। যিনি সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়াতেই রয়েছেন। গাওস্কর জানিয়েছেন, সিরাজের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত অপ্রয়োজনীয় ছিল।
আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর
শনিবার ঘটনার পর মাঠের আম্পায়াররাও সিরাজের সঙ্গে কথা বলেন। যাঁর নামাঙ্কিত এই সিরিজ, সেই গাওস্কর মনে করেন, হেড অস্ট্রেলিয়ায় জনপ্রিয় ক্রিকেটার। তাঁকে ২ বা ১ রানেও আউট করেননি সিরাজ। তাই তাঁর আচরণ মেনে নেওয়া যায় না।
ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'আমাকে জিজ্ঞেস করলে বলব এটা অপ্রয়োজনীয় ছিল। লোকটা ১৪০ করেছে। চার-পাঁচ রান নয়। কেউ ১৪০ করার পর তাঁকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলাটা একেবারেই অপ্রয়োজনীয়, সমর্থনযোগ্য নয়। হেডকে বরং অভিনন্দন জানালে সিরাজ দর্শকদের চোখে নায়ক হয়ে যেত। এখন ও খলনায়ক হয়ে গেল।'
প্রসঙ্গত, সিরাজকে শনিবার অ্যাডিলেডের গ্যালারি থেকে বিদ্রুপও করা হয়।
আরও পড়ুন: সেরা অস্ত্রের চোট? যন্ত্রণায় ছটফট করা বুমরার ছবি দেখে উদ্বেগে গোটা দেশ