Mohun Bagan Super Giant: নতুন মরশুম শুরুর আগেই গতবারের খেতাবজয়ী তারকাকে নিয়ে বড় ঘোষণা করল মোহনবাগান সুপার জায়ান্ট

ABP Ananda   |  Rishav Roy   |  13 May 2025 06:16 PM (IST)

Mohun Bagan: সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচে অংশগ্রহণ করেন মোহনবাগান তারকা এবং রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রাখেন তিনি। সেট-পিস থেকে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট দেন তিনি।

নতুন মরশুমে তারকার চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান (ছবি: আইএসএল মিডিয়া)

কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) সেন্টার-ব্যাক টম অলড্রেড (Tom Aldred) ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। সম্প্রতি এক ঘোষণায় এই খবর জানিয়েছে গত ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) জোড়া খেতাবজয়ী ক্লাব। এই নতুন চুক্তির ফলে এই স্কটিশ ডিফেন্ডার ২০২৫–২৬ মরশুমের শেষ পর্যন্ত সবুজ-মেরুন জার্সি গায়ে খেলবেন।

অলড্রেড ২০২৪–২৫ মরশুম শুরুর আগে এ-লিগ ক্লাব ব্রিসবেন রোর থেকে সবুজ-মেরুন বাহিনীতে যোগ দেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন। ৩৪ বছর বয়সি এই ডিফেন্ডার দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতার ক্লাবের হয়ে।

 

হোসে মোলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল শিল্ড ধরে রাখে এবং ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল কাপ জিতে নেয়। আইএসএল ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে এই জোড়া খেতাব অর্জন করে। ডুরান্ড কাপেও রানার্স-আপ হয় তারা।

সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচে অংশগ্রহণ করেন টম অলড্রেড এবং তিনি রক্ষণভাগে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রাখেন। বিশেষ করে সেট-পিস থেকে তিনটি গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে।

এখন চুক্তির মেয়াদ বাড়ার পর অভিজ্ঞ এই ডিফেন্ডার আগামী ২০২৫–২৬ মরশুমে আরও ভাল পারফরম্যান্স দেখিয়ে দলকে পিছন থেকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন।

ইস্টবেঙ্গলে নয়া সংযোজন

থাংবই সিংতোকে (Thangboi Singto) তাদের হেড অফ ফুটবল হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সম্প্রতি সরকারি ভাবে এই খবর ঘোষণা করে কলকাতার ক্লাব। হায়দরাবাদ এফসি-র প্রাক্তন কোচ সিংতোকে ক্লাবের ফুটবল সংক্রান্ত কার্যকলাপ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে ভারতীয় ফুটবলে ফিরে আসছেন ৫০ বছর বয়সি সিংতো। এর আগে তিনি হায়দরাবাদ এফসি-র প্রধান কোচের দায়িত্বে ছিলেন, যে পদ তিনি ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের মাঝপথে ছেড়ে দেন। বহু বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে ইস্টবেঙ্গলে যোগ দিলেন সিংতো।

যদিও হায়দরাবাদে তাঁর সময়কাল খুব একটা ফলপ্রসূ ছিল না, তবে আক্রমণাত্মক ফুটবলের পৃষ্ঠপোষকতা এবং তরুণ ভারতীয় প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা পেয়েছেন তিনি। লাল হলুদে তিনি তরুণদের সাফল্য পেতে সাহায্য করবেন এই আশাতেই রয়েছেন লাল হলুদ ফুটবলপ্রেমীরা। 

(তথ্য: আইএসএল মিডিয়া)

Published at: 13 May 2025 06:06 PM (IST)
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.