ফতোরদা: গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জেতার পরে তিনি বলেছিলেন, ফল নিয়ে খুশি, কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে নয়। শুক্রবার এফসি গোয়ার কাছে হারার পরে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) কোচ হোসে মোলিনা (Jose Molina) বললেন উল্টো কথা। এ দিন তিনি জানান, ম্যাচের ফল নিয়ে খুশি নন, কিন্তু পারফরম্যান্স নিয়ে খুশি।
শুক্রবার ফতোরদায় গতবারের লিগ শিল্ডজয়ী মোহনবাগান এসজি-কে ২-১-এ হারায় এফসি গোয়া। জোড়া গোল করেন ২৩ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্ডেজ। পেনাল্টি থেকে দিমিত্রি পেত্রাতস একটি গোল শোধ করলেও আর গোল করতে পারেনি মোলিনার দল। দশটি গোলের সুযোগ তৈরি করেও কোনও গোল করতে পারেনি সবুজ-মেরুন বাহিনী। সারা ম্যাচে তিনটির বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি গতবারের লিগ শিল্ডজয়ীরা।
টানা আট ম্যাচে অপরাজিত থাকার পরে এই হারে বিচলিত নন সবুজ-মেরুন কোচ। সাংবাদিকদের তিনি বলেন, "দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণের চেষ্টা যেমন করেছি, তেমনই ভাল ডিফেন্সও করেছি। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার। আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভাল হয়েছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকারদের নামাই, যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট যাতে পেতে পারি। কিন্তু ভাল ফিনিশিং করতে পারেনি ছেলেরা। দল ভাল খেলেছে। কিন্তু ভাগ্য আজ আমাদের সঙ্গে ছিল না।"
এই হারের ফলে শীর্ষস্থান খোয়াতে হয়নি গতবারের লিগজয়ীদের। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়ে গেল তারা। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র ১২ ম্যাচে সংগ্রহ ২৪। বরং এই ম্যাচে জিতে তিন নম্বরে উঠে এল এফসি গোয়া। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অর্থাৎ, শীর্ষস্থান দখলের লড়াই ক্রমশ জমে উঠছে।
এই হারকে অস্বাভাবিক মনে করছেন না বাগান-কোচ। তিনি বলেন, "ফুটবলে এমন হতেই পারে। গোল করার অনেক চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া যায় না। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। একটা ভাল দলের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। যেখানে ভাগ্যের সহায়তা তেমন পাইনি। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের ভুলগুলো মাথায় রাখতে হবে।"
এ দিনের হার থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বলে জানান মোলিনা। বলেন, "আজকের ম্যাচে আমরা তো খারাপ খেলিনি। ম্যাচটা মোটেই সহজ ছিল না। কারণ, গোয়া যথেষ্ট ভাল দল। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণের পরিস্থিতিতে আক্রমণ করেছি। যদিও দুটো গোল খেয়েছি, যা আমাদের পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালই হয়েছে। আক্রমণে গোয়ার টেকনিক ও মুভমেন্ট যথেষ্ট ভাল। যখন কোনও দল জেতে, তখন যেমন সব কিছু ইতিবাচক থাকে না, তেমনই হারলেও সবকিছুই নেতিবাচক হয়ে যায় না। এই ফলে অবশ্যই আমি খুশি নই। তবে দলের খেলায়, ফুটবলারদের চেষ্টায় আমি খুশি।"
দ্বিতীয়ার্ধে মাঝমাঠে মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে বাড়তি শারীরিক সুবিধা আদায় করার প্রবণতা দেখা যায় কি না, তা জানতে চাওয়ায় মোলিনা বলেন, "আমাদের দলের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা খুবই ভাল। কারণ, ওরা নিয়মিত অনুশীলন করে, শরীরচর্চা করে। যাতে তারা প্রতি ম্যাচে অনেক বেশি ও দ্রুত দৌড়তে পারে। প্রতি ম্যাচেই আমরা তা করে থাকি। সে জন্যই হয়তো আপনাদের মনে হয়েছে আমরা শারীরিক ভাবে বেশিই তৎপর ছিলাম। তবে আমাদের শারীরিক ভাবে এরকমই সক্ষম থাকতে হবে এবং সে জন্য আরও পরিশ্রম করে যেতে হবে।" (সৌ: আইএসএল মিডিয়া)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।