গুয়াহাটি: বছর বদলায়, কোচ বদলায়, তাও ছবিটা একই থেকে যায়। আইএসএলে ফের এক কলকাতা ডার্বি এবং ফের একবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ শেষে জয়ের হাসিটা হাসল মোহনবাগানই (Mohun Bagan vs East Bengal)। দশটি ডার্বি খেলে ফেললেও এখনও জয় অধরাই রয়ে গেল ইস্টবেঙ্গলের। ম্যাচের স্কোর সবুজ মেরুনের পক্ষে ১-০। ম্যাচের ফলাফলে সন্তুষ্ট মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা (Jose Molina)। তবে হতাশ অন্য কারণে।
ম্যাচের পর সাংবাদিকদের মোলিনা বলেন, 'আমার মনে হয়, ঠিক ফলই হয়েছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ভাল ফল পেতে হলে তো গোল করতে হয়। আমরা আরও গোল করার মতো জায়গায় ছিলাম না। তবে আমরা খুশি। কারণ, আমরা তিন পয়েন্ট পেয়েছি। খুব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট। যদি আরও গোল করতে পারতাম, তবে হয়তো আরও বেশি খুশি হতাম। কারণ সুযোগ ছিল। আজ হয়তো আমাদের সেরা দিন ছিল না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আরও তিন পয়েন্ট টেবলে যোগ হল। আমাদের মূল লক্ষ্য তো শিল্ড জেতা। তার আরও কাছে পৌঁছলাম'।
দলের পারফরম্যান্স সম্পর্কে মোলিনা বলেন, 'যখন ইস্টবেঙ্গল এফসি লাল কার্ড দেখে, তার পর থেকেই আমরা খারাপ খেলতে শুরু করি। একজন বাড়তি খেলোয়াড় থাকা সত্ত্বেও আমাদের পারফরম্যান্সের স্তর নেমে যায় এবং আমরা ভাল খেলতে পারিনি। তবুও, আমাদের কিছু কাউন্টার-অ্যাটাক এবং ভাল কিছু সুযোগ ছিল, যেখানে আমরা আরও গোল করতে পারতাম, তবে ফাইনাল থার্ডে ভাল সিদ্ধান্ত নিতে পারিনি আমরা। শেষ দিকে আমরা কিছুটা চাপে পড়ে যাই, কারণ ওরা বক্সে ক্রস দিচ্ছিল। তবে আমাদের দুই সেন্টার-ব্যাক, ফুল-ব্যাক এবং গোলকিপার চমৎকার খেলেছে। সত্যি বলতে, ইস্টবেঙ্গল গোল করার বা ম্যাচ ড্র করার তেমন বড় সুযোগ পায়নি। এই ব্যাপারটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি'।
পারফরম্যান্স খুশি, ফলাফলে সন্তুষ্ট, তা হলে কী নিয়ে হতাশ মোলিনা? তিনি হতাশ হোম ম্যাচ হলেও নিজেদের শহরের সমর্থকদের সঙ্গে না পাওয়ায়। মোহনবাগান কোচ বলেন, 'সমর্থকদের খুব মিস করেছি। কলকাতায় প্রথম ডার্বির পরিবেশ ছিল অবিশ্বাস্য। সেই পরিবেশের প্রভাবও খেলোয়াড়দের ওপর দারুন ভাবে পড়েছিল। খালি স্টেডিয়ামে খেলা কখনওই একই রকম হয় না। খুব বেশি সমর্থক ছিল না। আমি খেলোয়াড়দের বলেছিলাম, কলকাতায় বসে অনেক মানুষ আমাদের সমর্থন করছে। তাদের জন্য আমাদের জিততেই হবে। শেষ পর্যন্ত আমরা আমাদের কাজ করতে পেরেছি। আশা করি, তারা এই জয় উপভোগ করেছে। পরের ম্যাচে তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি'।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: ইস্টবেঙ্গল, মোহনবাগান পারেনি, বেঙ্গালুরুকে তাঁদেরই ঘরের মাঠে হারাল মহামেডান স্পোর্টিং