কলকাতা: বিগত ছয় বছর ধরে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) হয়ে আইএসএলের মঞ্চ মাতাচ্ছেন মনবীর সিংহ (Manvir Singh)। এতদিন ধরে সবুজ মেরুনের হয়ে খেলতে খেলতে বাংলাই এখন তাঁর বাড়ির মতো হয়ে গিয়েছে বলে দাবি করেন মনবীর। এই বাংলার সংস্কার, সংস্কৃতিকেও তিনি আপন করে নিয়েছেন। সম্প্রতি এমবিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মনবীরের কথায় মোহনবাগানে তাঁর সফর থেকে দুর্গাপুজোয় তাঁর প্ল্যান, না না বিষয় উঠে এল।
২৯ বছর বয়সি ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) সবুজ-মেরুন জার্সি গায়ে ১১১টি ম্যাচ খেলেছেন এবং ২৩টি গোল করেছেন। এ ছাড়াও ১৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। এর পাশাপাশি তিনি দলের সঙ্গে দু’বার আইএসএল শিল্ড এবং কাপ, দুইই জিতেছেন। এফসি গোয়ার হয়ে আইএসএল কেরিয়ার শুরু করলেও, মোহনবাগানের হয়েই নিজের পরিচিতি গড়ে তোলেন মনবীর।
তিনি বলেন, 'কলকাতায় এটা আমার ষষ্ঠ মরশুম এবং আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করি। কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা বলেই পরিচিত। এখানে আবহটাই একেবারে ভিন্ন। যেভাবে আমাদের সমর্থকেরা প্রতিটি ম্যাচে এসে আমাদের সমর্থন করেন, তা অসাধারণ। প্রিমিয়ার লিগেও মনে হয় না এমন হয়। কলকাতার মানুষের কাছে ফুটবলটা এক উৎসব। সেই কারণেই আর পাঁচটা জায়গার থেকে কলকাতার ফুটবল সম্পূর্ণ আলাদা'।
সামনেই বাঙালির সেরা উৎসব আসছে। সেই সময়ে তাঁর কী প্ল্যান? মনবীর জানান, 'দুর্গাপুজোর সময় আমি বাইরে ঘুরতে ভালবাসি। তিন বছর আগে আমি বিশাল (কয়েথ) আর দীপক (টাংরি)-র সঙ্গে মুখে মাস্ক পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। পুজো আমি ভীষণভাবে উপভোগ করি। মানুষ কীভাবে প্যান্ডেল তৈরিতে এতটা সময় ও শ্রম দেয়, তা দেখাটা অবিশ্বাস্য। এর জন্যে সুস্থ প্রতিযোগিতাও চলে'।
দেশের সেরা ক্লাবগুলির অন্যতম মোহনবাগানের হয়ে খেলার আলাদা চাপ থাকেই। তবে তিনি গোটা বিষয়টিকে ভিন্নভাবেই দেখেন। 'যখন দলের পারফরম্যান্স খারাপ হয়, সমর্থকেরা অনুশীলন দেখতে আসেন এবং আমাদের একশো ভাগ দেওয়ার জন্য উৎসাহ দেন। এটা চাপ নয়, বরং এটা আমাদের এক ধরনের প্রেরণা জোগায় বলেই আমি মনে করি। মাঠে দর্শকদের গলা ফাটানোটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগায়, অনুপ্রাণিত করে। সমর্থকদের এই সমর্থন দেখে আমরাও সবসময় চেষ্টা করি ওদের যাতে আমরা এই ভালবাসাটা ফিরিয়ে দিতে পারি, এর মর্যাদা দিতে পারি।' মত তাঁর।