বেঙ্গালুরু: শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) গত মরশুমের দলেও ছিলেন যে সব খেলোয়াড়রা, তাদের হয়তো মনে পড়বে গত এপ্রিলের সেই ম্যাচের কথা। সে দিন এই কান্তিরাভায় আইএসএলের ইতিহাসে তাদের সবচেয়ে বড় জয়টি অর্জন করেছিল সবুজ-মেরুন বাহিনি। সে দিন রীতিমতো দাপুটে ফুটবল খেলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে ৪-০-য় হারিয়ে দেয় মোহনবাগান।


সেই ম্যাচে খেলা বিশাল কায়েথ, শুভাশিস বসু, মনবীর সিংহ, অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, আশিস রাই, দিমিত্রি পেত্রাতস, দীপেন্দু বিশ্বাস, জেসন কামিংসরা এ বারের দলেও আছেন। হয়তো শনিবার মাঠেও নামবেন। এপ্রিলের সেই ম্যাচের ফল কি তাঁদের এই ম্যাচেও তাতিয়ে তুলবে? 


গতবার দশ নম্বরে থাকা বেঙ্গালুরু এবার প্রথম দুই ম্যাচেই জয় পেয়ে শুরুটা দারুন ভাবে করেছে। ইস্টবেঙ্গল এফসি-কে হারানোর পর হায়দরাবাদ এফসি-কেও হারিয়ে লিগ টেবলের ওপরের তিন দলের মধ্যে রয়েছে তারা। দুই ম্যাচেই ক্লিন শিট বজায় রাখে বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে টানা দুই ম্যাচে জেতার পর এ বার তাদের তৃতীয় ম্যাচও ঘরের মাঠে। মুখোমুখি গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি, যারা গত ম্যাচে জিতে প্রথম ছয়ে জায়গা করে নিলেও বেঙ্গালুরুর মতো সফল দলকে হারিয়ে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে হবে। 


প্রথম ম্যাচে কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শেষ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকা সত্ত্বেও সিরিয়ান ডিফেন্ডার থায়ের ক্রুমার গোল তাদের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। প্রায় মুঠোয় আসা তিন পয়েন্ট খুইয়ে এক পয়েন্টের সান্ত্বনা পুরস্কার নিয়ে মাঠ ছাড়তে হয় হোসে ফ্রান্সিসকো মোলিনার দলকে। গত সোমবার দু’বার পিছিয়ে গিয়েও দু’বারই সমতা আনার পর শেষ পর্যন্ত নর্থইস্ট ইউনাইটেড এফসি-র হাত থেকে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। ঘরের মাঠে এই পারফরম্যান্স কোচ, সমর্থকদের খুশি করলেও সবুজ-মেরুন বাহিনীর আসল সমস্যা কিন্তু কিছুতেই মিটছে না। গত দুই ম্যাচে চার গোল খেয়েছে তারা, যা মোটেই ভাল ভাবে নেননি কোচ মোলিনা। প্রতি ম্যাচে একাধিক গোল খাওয়া তার মোটেই পছন্দ নয়। 


শনিবারের ম্যাচে সেই রোগ সারিয়ে মাঠে নামার চ্যালেঞ্জ বাগান-বাহিনীর সামনে। এ মরশুম শুরুর আগে ঢেলে দল সাজিয়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জুটি দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার আর এক নামী ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন এবং স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। দ্বিতীয়জন ভাল ফর্মে থাকলেও সদ্য চোট সারিয়ে ফেরা ম্যাকলারেন গত ম্যাচে মিনিট পনেরোর বেশি খেলতে পারেননি। এই ম্যাচেও তিনি পুরো খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 


মরশুমের শুরুতে পেট্রাটস ও কামিংসের পারফরম্যান্স প্রত্যাশার স্তর ছুঁতে না পারলেও গত ম্যাচে গোল করে কামিংস বুঝিয়ে দিয়েছেন, তিনি ক্রমশ ফর্মে ফিরছেন। এ বার পেট্রাটসের ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা। রক্ষণে স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজ ও অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড থাকলেও মুম্বইয়ের বিরুদ্ধে চোট পেয়ে সেই যে মাঠ ছাড়েন রড্রিগেজ, তার পরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচেও মাঠে ফিরতে পারেননি। এই ম্যাচেও তিনি অনিশ্চিত।  


দেশীয় ফুটবলারদের মধ্যে মুম্বই সিটি এফসি থেকে আসা মিডফিল্ডার আপুইয়া সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। গোলকিপার বিশাল কয়েথও ভাল ফর্মে রয়েছেন। মনবীর, কোলাসো, অনিরুদ্ধ, শুভাশিস, আশিস, সহালরা নিজেদের সেরা জায়গায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোচ মোলিনার আশা, লিগ যত এগোবে, তাঁরা ততই উন্নতি করবে। শনিবার মোহনবাগান গত ম্যাচের চেয়েও ভাল পারফরম্যান্স দেখাতে পারলে বোঝা যাবে, কোচ ঠিকই বলেছেন।


আরও পড়ুন: অসুস্থ, নাকি মারধর করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেট ভক্তকে নিয়ে ধুন্ধুমার কানপুরে


বেঙ্গালুরু এফসি মরশুমটা বেশ ভালই শুরু করেছে। ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠে তারা। দু’গোলে এগিয়েও যায় মোহনবাগানের বিরুদ্ধে। কিন্তু টাই ব্রেকারে বিশাল কয়েথের হাতে আটকে যায়। গত মরশুমের দলের দুই বিদেশী আলেকজান্দার জোভানোভিচ ও রায়ান উইলিয়ামসকে এ বার রেখে দিয়েছে তারা। নতুন চার বিদেশীকে নিয়ে এসেছে। মোহনবাগানের পরীক্ষা কঠিন হবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। (সৌ: আইএসএল)


আরও পড়ুন: রুদ্ধশ্বাস শেষ ওভারে বল হাতে নায়ক, কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করল ভারত



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।