কোচি: গত চার ম্যাচে প্রতিপক্ষকে কোনও গোল করতে দেয়নি মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবারও যদি একই ঘটনা ঘটে, তা হলে এই প্রথম আইএসএলে টানা পাঁচটি ম্যাচে গোল অক্ষত রাখবে তারা। শেষ ম্যাচেও (নর্থইস্টের বিরুদ্ধে) গোল করতে পারেনি কেরল ব্লাস্টার্স। শনিবারের ম্যাচেও গোল করতে না পারলে ২০১৯-এর পর এই প্রথম তারা টানা দুই ম্যাচে গোল করতে পারবে না।
চলতি আইএসএলে ২৩৬ বার ফাউল করেছেন মোহনবাগানের খেলোয়াড়রা এবং ৫৪ বার হলুদ কার্ড দেখেছেন তাদের খেলোয়াড়রা। দুই বিভাগেই তারা সর্বোচ্চ। তবে এ মরশুমে তারাই একমাত্র দল, যারা এখনও কোনও লাল কার্ড দেখেনি। তাদের দলে এমন পাঁচজন ফুটবলার আছেন, যাঁরা চলতি লিগে চার বা তার বেশি গোল করেছেন। আর কোনও দলে চার বা তার বেশি গোল করা এত খেলোয়াড় নেই। শনিবার লিস্টন কোলাসো গোল পেলে এই সংখ্যাটা হবে ছয়, যা হবে সর্বোচ্চ।
ঘরের মাঠে আজ পর্যন্ত কখনও মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে পারেনি কেরল ব্লাস্টার্স। তাই শনিবার তাদের সামনে সবুজ-মেরুন বাহিনীকে ঘরের মাঠে প্রথম হারানোর সুযোগ। আইএসএলে আর কোনও দলের বিরুদ্ধে এমন নজির নেই ব্লাস্টার্সের। ব্লাস্টার্সের হয়ে প্রথম মরশুমেই জেসুস জিমিনিজ এ পর্যন্ত ১২টি গোলে অবদান রেখেছেন। ১১টি করেছেন ও একটি করিয়েছেন। শনিবার একটি গোলে অবদান রাখলে তিনি আদ্রিয়ান লুনা ও দিমিত্রি দিয়ামান্তাকসের নজির ছুঁয়ে ফেলবেন।
আরও পড়ুন: উৎসাহ দিয়েছেন সৌরভও, বাংলার প্রথম মহিলা হিসাবে দুর্দান্ত নজির গড়তে চলেছেন বিউটি
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ন’বার। তার মধ্যে সাতবারই জিতেছে কলকাতার দল। একটি ম্যাচ ড্র হয়। কেরল ব্লাস্টার্স গত মরশুমে প্রথম সাক্ষাতে প্রথম হারায় সবুজ-মেরুন বাহিনীকে। দুই দলের দ্বৈরথে ২৪ গোল করেছ মোহনবাগান ও ১৫ গোল করেছে ব্লাস্টার্স। ২০-২১ মরশুমে প্রথম ম্যাচে ১-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-২-এ জেতে এটিকে মোহনবাগান। ২১-২২ মরশুমে প্রথমে ৪-২-এ জেতে সবুজ-মেরুন বাহিনী ও পরের বার ২-২ হয়। ২২-২৩ মরশুমের প্রথম লেগে ৫-২-এ জেতে কলকাতার দল। সেবার দিমিত্রিয়স পেট্রাটস হ্যাটট্রিক করেন। দ্বিতীয় লেগে ২-১-এ আবার জেতে কলকাতার দল। গত মরশুমে প্রথমে কলকাতায় এসে মোহনবাগানকে ১-০-য় হারিয়ে যায় ব্লাস্টার্স। পরে কোচিতে গিয়ে ৪-৩-এ জিতে বদলা নেয় গত বারের লিগশিল্ড চ্যাম্পিয়নরা। এ বার প্রথম লিগে মোহনবাগান ৩-২-এ হারায় ব্লাস্টার্সকে। (সৌ: আইএসএল মিডিয়া)
ম্যাচ- কেরল ব্লাস্টার্স বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
ভ্যেনু- জওহরলাল নেহরু স্টেডিয়াম, কোচি
সময়- ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম; জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালি
আরও পড়ুন: আর বিনা পয়সায় দেখা যাবে না আইপিএল! মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের