গোয়া: সদ্য আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে। মোহনবাগানের (Mohun Bagan) এবার সুপার কাপের পরীক্ষা শুরু হল। আর এমন এক দিনে, যেদিন বিকেলের ম্যাচে ইস্টবেঙ্গল আটকে গেল ডেম্পোর কাছে।
সবুজ-মেরুন শিবির অবশ্য টুর্নামেন্টের শুরুতেই স্বস্তিতে। শনিবার সন্ধ্যায় ফতোরদায় তারা চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে দিল। বৃষ্টির মধ্যেও ম্য়াচ জিততে সমস্যা হয়নি মোহনবাগানের। প্রথমার্ধে বৃষ্টির জন্য ম্যাচের গতি ছিল কম। মাটি ঘেঁষা পাস জমা জলে প্রায়ই আটকে যাচ্ছিল। বিরতির পর বৃষ্টি কিছুটা কমলে খেলায় গতি একটু বাড়ে। তবে বৃষ্টির বাধা সত্ত্বেও আইএসএল চ্যাম্পিয়নদের হাতেই ছিল ম্যাচের রাশ।
ম্যাচের ৩৮ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর অনবদ্য ব্যাক হিল থেকে বল পেয়ে জোরাল শটে গোল করেন জেমি ম্যাকলারেন ( Jamie Maclaren)। বক্সের সামনে দুই মার্কার তাঁকে ঘিরে ধরলে কোলাসো বাঁ দিক দিয়ে ওভারল্যাপে উঠে আসা অস্ট্রেলীয় স্ট্রাইকারকে ব্যাক হিল করে বল বাড়ান। কার্যত সকলের অলক্ষ্যে উঠে এসেছিলেন ম্যাকলারেন। তিনি প্রথম টাচেই গোল লক্ষ্য করে শট নেন। গোলার মতো সেই শট আটকানোর উপায় ছিল না চেন্নাইয়িন এফসি-র গোলকিপার মহম্মদ নাওয়াজের।
ম্যাচের শুরু থেকেই একাধিক গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু সেগুলি কাজে লাগাতে পারেনি তারা। তবে এই ম্যাচেও দুর্ভেদ্য হয়ে উঠলেন বিশাল কয়েথ। মোহনবাগানের গোলকিপার যেন প্রত্যেক ম্যাচে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন। ম্যাকলারেনের গোলের মিনিট তিনেক আগেই চেন্নাইয়িনের মিডফিল্ডার জিতেশ্বর সিংহের অবধারিত গোলের ঠিকানা লেখা শট যে দক্ষতায় আটকান বিশাল কয়েথ, সমর্থকেরা তা দেখে উচ্ছ্বসিত।
বিরতির পর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা শুরু করে চেন্নাইয়িন এফসি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণে বারবার আটকে যায় তারা। তবে কিছুক্ষণের জন্য নিজেদের বক্সে মোহনবাগান ফুটবলারদের ঢোকা কার্যত কঠিন করে তুলেছিল ক্লিফোর্ড মিরান্ডার দল। তবে বেশিক্ষণ কলকাতার প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে পারেনি তারা।
জেমি ম্যাকলারেন দ্বিতীয় গোল করেন ৬৭ মিনিটে। শুভাশিস লম্বা পাস বাড়িয়েছিলেন মনবীর সিংহর উদ্দেশে। বাঁ প্রান্ত ধরে দৌড়ে বক্সে বল ভাসান মনবীর। সেই বল আটকাতে গিয়ে ম্যাকলারেনের সামনে থাকা ডিফেন্ডার পিছলে পড়ে যান। চলতি বলে বাঁ পায়ের শটে গোল করেন ম্যাকলারেন। ২-০ ম্যাচ জিতে অভিযান শুরু করল মোহনবাগান।